Sania Mirza: শোয়েবের সঙ্গে বিচ্ছেদ! প্রেম নিয়ে বিস্ফোরক সানিয়া! 'আমাকে আগে...', কী বললেন ঠিক

Last Updated:

Sania Mirza: প্রোমোতে দেখা যাচ্ছে, কপিল সানিয়াকে জিজ্ঞেস করছেন, “আপনি অনেক সোনা জিতেছেন। যখন বাইরে যান, জুয়েলারি কেনেন, তখন নিশ্চয় আর সোনা কেনেন না”?

মজার মজার প্রশ্নে অতিথিদের জেরবার করে দেন কপিল শর্মা। সেই কপিলকেই কি না তাঁর শো-তেই রোস্ট করলেন সানিয়া মির্জা! মেরি কম, সাইনা নেওয়াল, সিফট কৌর সারনার সঙ্গে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়েছিলেন সানিয়া মির্জা। বুধবার সামনে এসেছে তারই প্রোমো। সেখানেই সানিয়ার বাক্যবাণের মুখে রীতিমতো থতমত খেতে দেখা গিয়েছে কপিলকে।
প্রোমোতে দেখা যাচ্ছে, কপিল সানিয়াকে জিজ্ঞেস করছেন, “আপনি অনেক সোনা জিতেছেন। যখন বাইরে যান, জুয়েলারি কেনেন, তখন নিশ্চয় আর সোনা কেনেন না”? সানিয়া সপাটে জবাব দেন, “না, শুধু সোনার মেডেল পরে বাইরে বের হই… পাগল না কি”! এমন উত্তর শুনে হতবাক কপিল। বলে বসেন, “আপনি কী গতজন্মে আমার শ্যালিকা ছিলেন”? এরপর শাশুড়ি ও বৌমার চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেন কপিল এবং সানিয়া। তাতেও চোখা চোখা বাক্যবাণে কপিলকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়েন সানিয়া।
advertisement
নিজের প্রেম জীবন নিয়েও মুখ খোলেন সানিয়া। কপিল মনে করিয়ে দেন, সানিয়াকে নিয়ে সিনেমা হলে শাহরুখ খান তাঁর প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। কপিলকে মাঝপথে থামিয়ে সানিয়া বলে ওঠেন, “আমাকে আগে তো প্রেমে আগ্রহ আছে কি না খুঁজে বের করতে হবে”। এমন উত্তর শুনে আর বিশেষ কথা বাড়াননি কপিল শর্মা। চুপ করে যান অর্চনা পূরন সিংও।
advertisement
advertisement
এখানে বলে রাখা ভাল, ২০১০ সালে হায়দরাবাদে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন টেনিস তারকা সানিয়া মির্জা। তাঁদের ওয়ালিমা অনুষ্ঠিত হয়, পাকিস্তানের শিয়ালকোটে। ২০১৮ সালে একটি পুত্র সন্তানের জন্ম দেন সানিয়া। তাঁর নাম রাখা হয় ইজহান মির্জা মালিক। চলতি বছরের জানুয়ারিতে শোয়েবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন সানিয়া। রীতিমতো বিবৃতি দিয়ে জানান, কয়েক মাস আগেই তাঁদের বিচ্ছেদ হয়েছে। এই নিয়ে অনুরাগীদের জল্পনা না ছড়ানোর অনুরোধও করেন প্রাক্তন টেনিস তারকা। বর্তমানে শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sania Mirza: শোয়েবের সঙ্গে বিচ্ছেদ! প্রেম নিয়ে বিস্ফোরক সানিয়া! 'আমাকে আগে...', কী বললেন ঠিক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement