Sandy Saha's Viral Video: নাইটি পরে বিমানে উঠলেন স্যান্ডি সাহা ! 'টুনির মা' গানে নাচলেন ! কাণ্ড দেখে অবাক নেটিজেনরা

Last Updated:

Sandy Saha's Viral Video: নাইটি পরে কলকাতা বিমান বন্দরে ঝড় তুললেন স্যান্ডি সাহা ! বিমানে উঠেই নানা কাণ্ড করলেন! ভাইরাল ভিডিও

photo source Facebook
photo source Facebook
#কলকাতা: স্যান্ডি সাহা (Sandy Saha's Viral Video)। কে না চেনেন তাঁকে। কলকাতা থেকে বাংলাদেশ পৌঁছে গিয়ে শোরগোল করেন তিনি। কখনও তাঁকে দেখা যায় নাইটি পরে মা ফ্লাইওভারে দাঁড়িয়ে ভিডিও করতে। আবার কখনও তিনি চলে যান বাংলাদেশ। সেখানকার কমেডিয়ান হিরু আলমকে বিয়ে করবেন বলে। আবার কখনও বীরভূমের ভুবন বাদ্যকরের বাড়ি চলে যান। গিয়ে তাঁকে বিয়ে করতে চান স্যান্ডি। বেশ কিছুদিন ধরেই স্যান্ডি তাঁর সব ভিডিওতেই প্রায় নাইটি পরে চলে আসছেন।
তাঁর এমন সাজের কী কারণ? তা জানেন এক মাত্র স্যান্ডি(Sandy Saha's Viral Video)। নিজেকে কী ভাবে হাসির পাত্র করে তুলে, সকলকে হাসাতে হয় তা দিব্যি জানেন এই ইউটিউবার। তিনি বেশ জনপ্রিয় ইউটিউবার। তাঁর ভিডিওতে কয়েক লক্ষ ভিউ হয়। কিন্তু স্যান্ডি যেদিন প্রথম সারা গায়ে পাতা লাগিয়ে 'পাতা পাতা' ভিডিও বানিয়েছিলেন, তখন সমালোচনা কম হয়নি। রাতারাতি ভাইরাল হয়ে যান স্যান্ডি।
advertisement
advertisement
তাঁর ভিডিওতে তিনি যা খুশি বলেন, যা খুশি করেন এবং যা ইচ্ছে তাই পোশাক পরেন(Sandy Saha's Viral Video)। অনেকে ভুলতেই বসেছে যে স্যান্ডি আসলে ছেলে না মেয়ে। কারণ বেশিরভাগ সময় শাড়ি, নাইটি, বা নানা বিদঘুটে পোশাক পরতেই দেখা যায় তাঁকে। তাই বলে নাইটি পরে তিনি বিমানে উঠে পড়বেন? হ্যাঁ এমনটাই করেছেন স্যান্ডি।
advertisement
advertisement
নাইটি সঙ্গে কালো বুট। মুখে মাস্ক(Sandy Saha's Viral Video)। এভাবেই কলকাতা বিমান বন্দরে পৌঁছে যান স্যান্ডি। তাঁর দলবলও ছিল সঙ্গে। বিমানবন্দরে গিয়ে স্যান্ডি প্রথমে সকলের সঙ্গে ডেকে ডেকে কথা বলতে থাকেন। তাঁর এই পোশাকে অনেকেই চমকে যায়। অনেকে স্যান্ডিকে নাইটি বৌদিও বলে বসেন। তবে স্যান্ডিকে চিনেও ফেলেন অনেকে। যারা চেনেননি তাঁরা অবাক হন স্যান্ডির কাণ্ডে।
advertisement
advertisement
বিমান বন্দরে গিয়ে 'টুনির মা' গানে নাচতে থাকেন স্যান্ডি সাহা(Sandy Saha's Viral Video)। যা দেখে অবাক সকলে। এখানেই শেষ নয় বিমানে ওঠার পর বলতে থাকেন, আমি পরের স্টপে নামতে চাই? যা শুনে অবাক এয়ার হোস্টেজরা। এর পর পাশের সিটে বসে থাকা এক অচেনা যুবককে খাবার খাইয়ে দিতে থাকেন। তাঁর এই পাগলামির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়। নিজেই এই ধরণের ভিডিও বানান এবং শেয়ার করে স্পনসর পান স্যান্ডি সাহা। তবে তিনি নিজের উপাজর্নের টাকা থেকে সমাজ সেবাও করেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sandy Saha's Viral Video: নাইটি পরে বিমানে উঠলেন স্যান্ডি সাহা ! 'টুনির মা' গানে নাচলেন ! কাণ্ড দেখে অবাক নেটিজেনরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement