Sandhya Mukhopadhyay health update : রাইস টিউব সরিয়ে খাওয়ানো হয়েছে চা বিস্কুট! এখন কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়

Last Updated:

Sandhya Mukhopadhyay health update : করোনা রিপোর্ট পজিটিভ আসার পরে সন্ধে ৭টায় তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এখনও সঙ্কটমুক্ত না হলেও শিল্পী স্থিতিশীল রয়েছেন।

#কলকাতা: অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay health update)। বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় এসএসকেএম-এ ভর্তি করা হয় কিংবদন্তি শিল্পীকে। করোনা রিপোর্ট পজিটিভ আসার পরে সন্ধে ৭টায় তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এখনও সঙ্কটমুক্ত না হলেও শিল্পী স্থিতিশীল রয়েছেন।
অ্যাপোলো হাসপাতালের আইসোলেশন রুমে রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay health update)। তিনি ডক্টর সুশান্ত মুখোপাধ্যায় (ডিরেক্টর এবং এইচওডি কার্ডিওথোরাটিক সার্জারি) এবং কার্ডিওলজির এইচওডি ডক্টর প্রকাশ চন্দ্র মণ্ডলের চিকিৎসায় রয়েছেন। পালমোনলজিস্ট দেবরাজ জস ও সিনিয়র অর্থোপেডিক সার্জেন রঞ্জন কামিলিয়াও এই মেটিকেল টিমে রয়েছেন। জানা যাচ্ছে আজ সকালে সামান্য শারীরিক উন্নতি হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। কিছু রক্ত পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে। তবে এখনও কিছু রিপোর্ট আসা বাকি আছে।
advertisement
advertisement
সকালে রাইস টিউব সরিয়ে চা বিস্কুট খাওয়ানো হয়েছে বর্ষীয়ান শিল্পীকে (Sandhya Mukhopadhyay health update)। গতকাল খুব গুরুতর অবস্থায় ভর্তি করা হয় তাঁকে। সামান্য হার্ট অ্যাটাকও হয়েছে বলে জানা যাচ্ছে। তার সঙ্গে কোভিড পজিটিভ শিল্পী। তাই অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি রয়েছে তাঁর। হৃদযন্ত্র ছাড়াও লিভারে সামান্য সমস্যা রয়েছে তাঁর। হিমোগ্লোবিনের মাত্রাও কম আছে। স্থিতিশীল হলেও এখনও অক্সিজেন সাপোর্টে আছেন গীতশ্রী। কিন্তু আজ আর তাঁর জ্বর নেই। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে লো ডোজের ভেসোপ্রেসর দিয়ে।
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধে বেলায় এসএসকেএম-এ সন্ধ্যা মুখোপাধ্যায়কে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গুরুতর অসুস্থ হওয়ার খবর পাওয়া মাত্রই আপামর বাঙালি সঙ্গীতপ্রেমীর মন খারাপ। সম্প্রতি তিনি পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছেন। সেই নিয়েই চলছিল বিতর্ক। তার মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী। গীতশ্রীর আরোগ্য কামনা করছেন বাঙালি শ্রোতা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sandhya Mukhopadhyay health update : রাইস টিউব সরিয়ে খাওয়ানো হয়েছে চা বিস্কুট! এখন কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement