Sana Khan Breast Feeding: 'ছেলেকে স্তন্যপান করিয়েই এক মাসে ওজন কমেছে ১৫ কেজি', সিক্রেট ফাঁস করলেন সানা

Last Updated:

Sana Khan Breast Feeding: স্তন্যপান করানোর পর এক মাসে প্রায় ১৫ কেজি ওজন কমেছে সানার , যা দেখে রীতিমতো অবাক হয়েছেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী৷

সদ্যই মা হয়েছেন সানা খান৷ বলিউড-অভিনয় সব কিছুকে ছেড়ে দিয়ে বিয়ে করে মন দিয়ে সংসার করছেন তিনি৷ সানা মানেই একাধিক বিতর্ক৷ বিয়ে করা থেকে সন্তানের জন্ম-একাধিকবার শিরোনামে উঠে এসেছেন সানা৷ এবারও সিক্রেট শেয়ার করে ভক্তদের চমকে দিলেন৷
গত ৫ জুলাই পুত্রসন্তানের জন্ম দেন সানা খান৷ সম্প্রতি নিজের ফিটনেস সিক্রেট শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন সানা৷ তিনি জানান. সন্তানকে স্তন্যপান করানো বিশ্বের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলির মধ্যে একটি৷ যেটা কিনা শিশুর সঙ্গে আপনাকে আরও বেশি করে কানেক্ট করবে৷ তাঁর কথায়, যখন আমি সন্তানকে স্তন্যপান করানো শুরু করি, আমি তখন ভাবতাম, কীভাবে আমি এতগুলো বছর ধরে এই শরীরে বেঁচে আছি৷ তবে মা হওয়ার পরই আসল অনুভূতিটা বুঝলাম৷
advertisement
advertisement
সানা নতুন মায়েদের উদ্দেশ্যেও বলেছেন, শিশুর শরীর ও স্বাস্থ্যের জন্য স্তন্যপান অপরিহার্য৷ কারণ সব খাবারের থেকে স্বাস্থ্যকর হল মাতৃদুগ্ধ৷ যা শিশুর সবচেয়ে বেশি দরকার৷ এটি শিশুর অন্ত্রকে সুস্থ রাখে,রোগ-প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং সামগ্রিক বৃদ্ধিতেও সাহায্য করে৷
advertisement
তবে শুধু শিশুর স্বাস্থ্যই নয়, ব্রেস্ট ফিড করানো মায়েদের জন্যও ভীষণ উপকারি৷ কারণ এটি মায়েদের ওজন কমাতে অনেকটাই সাহায্য করে৷ ছেলে হওয়ার পর পুরনো চেহারায় ফিরে আসাটাই যে মূল লক্ষ্য ছিল সানার, তেমনটা নয়৷ তবে স্তন্যপান করানোর পর এক মাসে প্রায় ১৫ কেজি ওজন কমেছে, যা দেখে রীতিমতো অবাক হয়েছেন তিনি৷ স্তন্যপান করানোর ফলেই যে এমনটা হয়েছে তা সকলকে জানিয়েছেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sana Khan Breast Feeding: 'ছেলেকে স্তন্যপান করিয়েই এক মাসে ওজন কমেছে ১৫ কেজি', সিক্রেট ফাঁস করলেন সানা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement