Samantha Ruth Prabhu, Naga Chaitanya: নাগার সঙ্গে বিয়ের লুকনো ছবি ফের সামনে আনলেন সামান্থা! সম্পর্ক কি জুড়বে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
২০২১ সালে তাঁদের বিচ্ছেদের পর মন ভেঙেছিল অগণিত ভক্তের। তবে কি ছেঁড়া সুতো আবার জোড়া লাগতে পারে? সম্প্রতি একটি ঘটনা থেকে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
১০ বছরের বন্ধুত্ব, তার পর বিয়ে। নি:সন্দেহে দক্ষিণের অন্যতম সেরা জুটি ছিলেন নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদের পর মন ভেঙেছিল অগণিত ভক্তের। তবে কি ছেঁড়া সুতো আবার জোড়া লাগতে পারে? সম্প্রতি একটি ঘটনা থেকে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিচ্ছেদের আসল কারণ নিয়ে নাগা সামান্থা কেউই সে ভাবে মুখ খোলেননি। তবে তাঁদের বিচ্ছেদের পরে একে অপরের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ার পাতা থেকে মুছে ফেলেছিলেন দুজনেই। মুখ দেখাদেখিও ছিল একেবারে বন্ধ। তবে সম্প্রতি নাগার জন্মদিনে প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন সামান্থা।
advertisement
advertisement
চৈতন্যর সঙ্গে বিয়ের সময়ে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন সামান্থা। সঙ্গে ক্যাপশানে লেখাছিল,‘‘শুভ জন্মদিন আমার সবকিছু। আমি প্রার্থনা করি তুমি মন যা চায় ঈশ্বর তোমাকে সেইসব দিন।’’ এই পোস্টটি এতদিন লুকিয়ে রেখেছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি সেই পোস্ট প্রকাশ্যে এনেছেন তিনি।
‘রেডইট’-এ এই পোস্টটি শেয়ার করে ভক্তরা ‘প্যাচ-আপ’-এর আশা দেখছেন। অনেকর মতেই বরফ গলছে দু’জনের মধ্যে। কেউ কেউ আবার মনে করছেন ডিভোর্সকে মেনে নিয়েছেন সামান্থা।
advertisement
অন্যদিকে, নাগা চৈতন্যের সঙ্গে শোভিতা ধুলিপালার সম্পর্ক নিয়েও জোর চর্চা ইন্ডাস্ট্রির অন্দরে। শোনা যাচ্ছে, ছেলের ফের বিয়ে দেওয়ারও পরিকল্পনা করছেন নাগার্জুন। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি আক্কিনেনি পরিবারের কেউই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2023 3:57 PM IST