লুলিয়াকে নিয়ে ঘর ছাড়ছেন সলমন !
Last Updated:
সলমন খান আর লুলিয়া ভান্তুরকে নিয়ে গুঞ্জনের শেষ নেই৷ বলিড গসিপে তো প্রায় বিয়েই হয়ে গিয়েছে সলমনের ৷ তবে বাস্তবটা কিন্তু
#মুম্বই: সলমন খান আর লুলিয়া ভান্তুরকে নিয়ে গুঞ্জনের শেষ নেই৷ বলিড গসিপে তো প্রায় বিয়েই হয়ে গিয়েছে সলমনের ৷ তবে বাস্তবটা কিন্তু একেবারেই অন্য ৷ সলমন ও লুলিয়া কখনই কোনওভাবেই প্রকাশ্যে বলেননি, তাঁরা আসলে প্রেম করছেন ৷ এমনকী, একটা সময় সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে লুলিয়া জানিয়ে ছিলেন সলমন তাঁর বন্ধু ও মেন্টার ৷ তবুও গুঞ্জনে ইতি পড়েনি ৷
নতুন গুঞ্জন অনুযায়ী, সলমন নাকি লুলিয়াকে নিয়ে খান পরিবারের আদি বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়ে বান্দ্রার নতুন বাড়িতে উঠেছেন ! গুঞ্জন অনুযায়ী, শুধু সলমন ও লুলিয়াই নয়, গোটা খান পরিবারই নাকি বান্দ্রার নতুন বাড়িতে এসেছেন৷ আর এই নতুন বাড়িতে পা দেওয়ার ঘটনা নিয়েই নতুন গুঞ্জন বলিউডে ৷ সলমনের নতুন বাড়িতে কেন এলেন লুলিয়া ৷ তা নিয়েই জল্পনা তুঙ্গে !
advertisement
পরিচালক কবীর খানের ‘টিউবলাইট’ ছবির শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত রয়েছেন সলম খান ৷ লাদাখের পাহাড়ি অঞ্চলে চলছে ছবির শ্যুটিং ৷ সঙ্গে চাইনিজ নায়িকা ঝু ঝু !
advertisement
সম্প্রতি দেখা গেল টিউবলাইট’-এর সেটে পৌঁছে গিয়েছেন গুঞ্জনে থাকা সলমনের বান্ধবী লুলিয়া ভান্তুর ৷ তবে একেবারেই ছবির শ্যুটিং দেখতে নয়, বরং সলমনকে সঙ্গে নিয়ে দালাই লামার সঙ্গে দেখা করে এলেন সলমন ও লুলিয়া ৷
advertisement
আপাতত, এই ছবিই সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ঝড় তুলেছে ৷ ছবিতে দেখা যাচ্ছে আলাপচারিতায় ব্যস্ত দালাই লামা, সলমন ও লুলিয়া ৷ এমনকী, লুলিয়া ও সলমনকে কাছে ডেকে একসঙ্গ আর্শিবাদও করেছেন দালাই লামা ৷
‘টিউবলাইট’ ছবির শ্যুটিং ফ্লোর থেকে আসা খবর অনুযায়ী, সলমন নাকি দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করে বেজায় খুশ ৷ সল্লুর খুশি ডাবল হয়েছে সঙ্গে লুলিয়া থাকায় ৷
advertisement
কবীর খানের ‘টিউবলাইট’ ছবির গল্প তৈরি হয়েছে ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের ওপর নির্ভর করে ৷ যার সঙ্গে মিশে গিয়েছে প্রেমের গল্প ৷ ‘টিউবলাইট’ ছবিতে একেবারেই অন্যরকম ভূমিকায় দেখা যাবে সলমন খানকে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2016 12:15 PM IST