বক্স অফিসে ঝড় তুলে প্রথম ৩ দিনেই একশো কোটির ক্লাবে ভাইজানের রেস ৩

Last Updated:

এবারের ইদে মুক্তি পেয়েছে বলিউডের ভাইজান সলমন খানের রেস ৩ ৷ বক্স অফিস ঝড় তুলে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছে সলমন খানের অ্যাকশনে ভরা ভিন্ন স্বাদের ছবি রেস ৩ ৷ প্রথম ৩ দিনে এই মোট কালেশন ১০০ কোটি ৷ এখন শুধু সময়ের অপেক্ষা রেকর্ড ভাঙাগড়ার ৷

#মুম্বই: এবারের ইদে মুক্তি পেয়েছে বলিউডের ভাইজান সলমন খানের রেস ৩ ৷ বক্স অফিস ঝড় তুলে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছে সলমন খানের অ্যাকশনে ভরা ভিন্ন স্বাদের ছবি রেস ৩ ৷ প্রথম ৩ দিনে এই মোট কালেশন ১০০ কোটি ৷ এখন শুধু সময়ের অপেক্ষা রেকর্ড ভাঙাগড়ার ৷
রেস ৩ মুক্তির আগে থেকেই এক প্রকার জন মানসে তথা সোশ্যাল মিডিয়ায় জড় তুলেছিল ৷ ঘরে বাইরে সমান তালে চর্চার পর চর্চা হয়েছে ৷ তারকায় ভরা এই ছবিতে কে বা নেই ? সুপারস্টার সলমন খান, জ্যাকলিন ফার্নানন্ডেস, ববি দেওল, অনিল কাপুর ডেইজি শাহ, সাকিব সালেম প্রমুখরা ৷
একদিকে অ্যাকশন তো অন্য দিকে গল্পের ঠাস বুনন, টানটান সংলাপ আরও অন্য অনেক ফ্যাক্টর সব কিছুই বেশ শক্ত পায়ে বলিউডে যাত্রা শুরু করতে সাহায্য করিয়েছে ৷
advertisement
advertisement
অ্যাকশনে ভরপুর ছবি রেস ৩ মুক্তির আগেই নির্দেশক রেমো ডিস্যুজা জানিয়েছিলেন অত্যন্ত যত্ন সহকারে রেস ৩ তৈরি করেছেন তিনি ৷ অ্যাকশনে ভরপুর এই ছবিতে সলমন খানকে বিশেষ ভাবে পেশ করা হয়েছে ৷ তবে প্রথম ৩ দিনে ১০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে রেস ৩ ৷ সবাই এখন অপেক্ষায় কত রেকর্ডই না ভাঙবে আর গড়বে ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
বক্স অফিসে ঝড় তুলে প্রথম ৩ দিনেই একশো কোটির ক্লাবে ভাইজানের রেস ৩
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement