দেশের সবচেয়ে খারাপ অভিনেতা কে? গুগল জানাল সলমন !
Last Updated:
গুগলের স্পষ্ট উত্তর, সলমন ছাড়া আর কেউ নয় ! দাবাং খানই হলেন দেশের সবচেয়ে খারাপ অভিনেতা ৷ ভাবছেন এ আবার কেমন গপ্পো? গপ্পো নয়, বরং গুগল কাণ্ড !
#মুম্বই: গুগলের স্পষ্ট উত্তর, সলমন ছাড়া আর কেউ নয় ! দাবাং খানই হলেন দেশের সবচেয়ে খারাপ অভিনেতা ৷ ভাবছেন এ আবার কেমন গপ্পো? গপ্পো নয়, বরং গুগল কাণ্ড ! নেহেরু, রানি রাসমনি, রবীন্দ্রনাথের পর এবার গুগল গণ্ডগোলে পড়লেন বলিউডের সুলতান সলমন খান৷ গুগলে দেশের সবচেয়ে খারাপ অভিনেতা সার্চ করলেই, গুগল জানাচ্ছে, সলমন খানই হচ্ছে এ দেশের সবচেয়ে খারাপ অভিনেতা !
কয়েক মাস আগে গুগলের এই কাণ্ড দেখে বগু নেটিজেনরাই সোশ্যাল মিডিয়ায় সলমনকে নিয়ে শুরু করেছিল রসিকতা ৷ এমনকী, শাহরুখ খানের ফ্যান দল ও সলমন খানের ফ্যান দলের মধ্যে চলছিল তর্ক ৷ তবে এর পিছনে যে গুগলের কীর্তি ছিল তা অনেকেই প্রথমে ধরতে পারেননি ৷
advertisement
advertisement
বক্স অফিসে আপাতত ১০৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সলমনের ইদ রিলিজ রেস থ্রি ৷ তবে ফিল্ম সমালোচকরা কিন্তু রেস থ্রিকে মোটেই ভালো ছবি হিসেবে দেখছেন না ৷ তবে তা কি? বলিউড বক্স অফিসে ট্রেন্ডে কিন্তু সলমন খানই এখনও পর্যন্ত সেরার সেরা ! গুগল কাণ্ড যাই ঘটুক না কেন !
advertisement
Location :
First Published :
June 18, 2018 3:54 PM IST