Salman Khan: সলমনের 'ভাইজান' কবে মুক্তি পাবে? দিওয়ালি নাকি ইদ !

Last Updated:

ছবিতে রয়েছেন আয়ুষ শর্মা (Aayush Sharma), জাহির ইকবাল (Zaheer Iqbal), অসীম রিয়াজ (Asim Riaz)।

#মুম্বই: ইদে ভাইজানের ছবি মানে জাস্ট জমে ক্ষীর! আর তাই চলতি বছর ইদেও ভক্তদের মন ভরাতে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ (Radhe: Your Most Wanted Bhai) ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেন অভিনেতা তথা প্রযোজন সলমন খান (Salman Khan)। করোনার জেরে প্রথমে OTT প্ল্যাটফর্মে এই ছবি মুক্তি পেলেও পরে আবার সিনেমাহলেও মুক্তি পেয়েছে রাধে ছবিটি। কিন্তু প্রথম দিনেই বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে এই ছবি। কম সমালোচনার মুখে পড়েননি ভাইজানও। তবে রাধে ছবি হিট না হলেও বর্তমানে সলমন খানের হাতে রয়েছে ৬টি ছবির কাজ।
জানা গিয়েছে, ভাইজান আগামী ৩ জুলাই এই ৬টি প্রকল্পের ঘোষণা করবেন। এই ৬টি ছবির মধ্যে একটি ছবি হল তামিল ছবি মাস্টার (Master)–এর রিমেক। মিড-ডে (MiD-Day)-এর একটি রিপোর্টে বলা হয়েছে যে, বখরি ঈদ (Bakri Eid) উপলক্ষ্যে ২১ জুলাই ফরহাদ সামজির (Farhad Samji) সঙ্গে সলমন খান তাঁর ছবির প্রথম পোস্টারটি প্রকাশ্যে আনবেন। এই ছবিটি নদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের (Nadiadwala Grandson) ব্যানারে নির্মিত হয়েছে। প্রথমে এই ছবির নাম রাখা হয় ‘কভি ইদ কভি দিওয়ালি’ (Kabhi Eid Kabhi Diwali)। তবে পরে এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ হয়েছে ‘ভাইজান’ (Bhaijaan)। ছবিটিতে প্রধান মহিলা চরিত্রে দেখা যাবে পূজা হেগড়ে (Pooja Hegde)-কে। এছাড়াও ছবিতে রয়েছেন আয়ুষ শর্মা (Aayush Sharma), জাহির ইকবাল (Zaheer Iqbal), অসীম রিয়াজ (Asim Riaz)।
advertisement
মনে করা হচ্ছে, সাজিদ নদিয়াদওয়ালা (Sajid Nadiadwala) পোস্টার লঞ্চের জন্য ইতিমধ্যেই তাঁর প্রস্তুতি শুরু করে দিয়েছে। মিড-ডে-কে দেওয়া এক তথ্য অনুসারে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে সলমন তাঁর পনভেল ফার্মহাউজ থেকে ছবির কলা-কুশলীদের সঙ্গে নিয়ে ফটোশুট শুরু করে দেবেন। ডিজাইনার অ্যাশলে রেবেলো (Ashley Rebello) লুকের পরিকল্পনা শুরু করেছেন; এতে সুপারস্টার একটি সাদা কুর্তা এবং জিন্স পরবেন।
advertisement
advertisement
একটি জনপ্রিয় তামিল ছবির অফিসিয়াল রিমেক হল ‘ভাইজান’। মনে করা হচ্ছে, এই ছবিতে একজন বড় দাদার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সলমন খানকে, যিনি ভাইয়েদের মধ্যে বিভেদ হওয়ার ভয়ে নিজেকে বিয়ে থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চান। কিন্তু তাঁর ভাইয়েরা যখন নিজেদের জীবনসঙ্গিনীদের খুঁজে পান তখন তাঁরা সকলে মিলিতভাবে তাঁদের দাদা তথা সলমন খানের বিয়ে দেওয়ার গোপনে তোড়জোড় শুরু করেন।
advertisement
সুত্রের তরফে আরও জানা গিয়েছে যয়ে, যেহেতু এই পুরো ছবিতে ভ্রাতৃত্বের বন্ধনের বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে, তাই এই ছবির ‘ভাইজান’ নামটি একেবারে উপযুক্ত বলে মনে করেছেন সলমন, ফরহাদ (Farhad) এবং সাজিদ (Sajid)।
তবে ২০২২-এর দিওয়ালির সময় এই ছবিটির মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি সূত্র মিড-ডে-কে জানিয়েছে, তাঁরা করজতের এনডি স্টুডিওতে (ND Studios) একটি বাংলো বুক করেছেন এবং ২০২২ সালে দিওয়ালিতেই ছবিটি মুক্তির লক্ষ্যে রয়েছেন নির্মাতারা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: সলমনের 'ভাইজান' কবে মুক্তি পাবে? দিওয়ালি নাকি ইদ !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement