সহ-পরিচালককে টাকা দিয়ে সাহায্য সলমনের, স্ক্রিনশটে ধন্যবাদ কলা কুশলীদের
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ফের মানবিক সলমন খান, পাশে দাঁড়ালেন করোনা দুর্গতদের
#মুম্বই: করোনা যুদ্ধে গোটা পৃথিবী নাজেহাল হয়ে পড়েছে ৷ সারা পৃথিবীর বেশিরভাগ স্থানই লকডাউনে আবদ্ধ ৷ লকডাউন ছাড়া কোনও ভাবেই এই মহামারী থকে মুক্তি পাওয়া যাবেনা ৷ লকডাউনে করোনা যুদ্ধে প্রতিটি মানুষ নিজের নিজের সামর্থ্য নিয়ে দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন ৷ বেশ কিছু পরিযায়ী শ্রমিকেরা লকডাউনের জন্য আটকে পড়েছেন ৷
এই রকম দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন তাঁরা ৷ বিভিন্ন সেলিব্রিটিরা তাঁদের সাধ্যমত পিএম কেয়ারে আর্থিক অনুদান দিয়েছেন ৷ তেমনই পিএম কেয়ারে আর্থিক অনুদান দিয়েছেন বলিউডের বজরঙ্গি ভাইজান সলমন খান ৷ একই সঙ্গে তিনি বলিউড ইন্ডাস্ট্রির অসংঘঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীদের আর্থিক সাহায্য করেছেন তাঁর এনজিও বিইং হিউম্যানের মাধ্যমে ৷ তাঁর এই মহান পদক্ষেপের প্রমাণ হিসাবে টিভি ও চলচ্চিত্র সহ-পরিচালক মনোজ শর্মা স্ক্রিনশর্ট শেয়ার করেছেন মনোজ তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে ৷
advertisement
advertisement
Dear @BeingSalmanKhan sir, unfortunately I have never get a chance to work with you , nor I am in your team but still you are doing the financial support for thousands of people who are working in film industry without knowing them. Can't tell you how thankful we all for you pic.twitter.com/vjXipdmRVE
— Manoj Sharma (@manojksharma2) April 27, 2020
advertisement
মনোজ লিখেছেন তিনি দুভার্গ্যবশত সলমনের সঙ্গে কখনও কাজ করেননি ৷ তাঁর দলের সঙ্গেও ছিলেন না কখনও ৷ তিনি সারা জীবন এই উপকার মনে রাখবেন ৷ দু-সময়ে সলমনের এই উপকার সারা জীবনে মোটেও ভোলার নয় ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2020 1:24 PM IST

