Salman Khan: একফ্রেমে খান পরিবার, 'ইদ উল আদাহ'-তে সলমনের বড় চমক! খুশিতে আপ্লুত ভক্তরা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Salman Khan: 'ইদ উল আদাহ' উপলক্ষ্যে বলিউড অভিনেতা সলমন খান নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন, যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷
মুম্বই: ইসলামদের বিভিন্ন উৎসবের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব হল ‘ইদ উল আদাহ’৷ এই ইদকে অনেকে ‘কোরবানি বা বকরি ইদ’ও বলে থাকে৷ এই উৎসব হল ত্যাগের প্রতীক৷ ‘ইদ উল আদাহ’ উপলক্ষ্যে বলিউড অভিনেতা সলমন খান নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন, যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷
সলমনের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতা বাবা সেলিম খান, মা সালমা খান, ভাই আরবাজ খান,সোহেল খান ,বোন আলভিরা খা নঅগ্নিহোত্রী এবং অর্পিতা খান শর্মা সঙ্গে পরিবারিক ছবিতে পোজ দিয়েছেন। পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,’ইদ উল আদাহ মুবারক’৷ মুহূর্তে ভাইরাল হয়েছে এই ছবি৷
EID UL ADHA MUBARAK pic.twitter.com/9ytammlKJG
— Salman Khan (@BeingSalmanKhan) June 29, 2023
advertisement
advertisement
সলমনের এই ছবি শেয়ার করতেই মাত্র ৩০ মিনিটের মধ্যেই ৩০০ হাজারেরও বেশি লাইক ও ৬০০০-এরও বেশি মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ সলমনের থেকে এমন ইদি পেয়ে খুশিতে আপ্লুত ভক্তরা৷ কমেন্টে সকলেই ইদের শুভেচ্ছা জানিয়েছেন ভাইজানকে৷ একজন লিখেছেন, ‘সেই কখন থেকে স্যার আপনার পোস্টের অপেক্ষা করছি৷ ইদ মোবারক হো ভাইজান’৷ অন্য একজন লিখেছেন, ‘পরিবারই সবকিছু’৷ আরেকজন লিখেছে, ‘ইদ উল আদাহ মোবারক আপনাকে এবং পরিবারের সবাইকে’৷ নেটিজেনদের মধ্যে অন্য একজন লিখেছেন, ‘টাইগারের পরিবারের সকলকে ইদ মোবারক’৷ সব মিলিয়ে ভাইজানের এই পারিবারিক ছবি দেখে খুশিতে আপ্লুত হয়েছেন ভক্তরা৷
advertisement
ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে, সালমান খানকে শেষ দেখা গিয়েছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে। এর আগে, তিনি শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। বর্তমানে ‘বিগ বস ওটিটি ২’-এর দ্বিতীয় সিজন হোস্ট করছেন সলমন ৷ এছাড়াও বহুল প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’- ছবিতে ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমির সঙ্গে দেখা যাবে৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 8:01 PM IST