Salman Khan: ‘টাইগার ৩’ দেখার সময় হলের ভিতর এ কী কাণ্ড! মুখ খুললেন সলমনও

Last Updated:

'টাইগার ৩' দেখতে গিয়ে কিছু ভক্তের লাগাম ছাড়া উন্মাদনাই হল কাল, আইনি বিপাকে জড়িয়ে পড়লেন তাঁরা। হলেই তাঁরা ফাটালেন শব্দবাজি। এই ভিডিও প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়। এবার এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানালেন সলমন খান স্বয়ং।

মুম্বই: পর্দায় ফিরল টাইগার, আর তা নিয়ে সলমন খানের ভক্তদের উৎসাহ উদ্দীপনা শুরু থেকেই ছিল চোখে পড়ার মতো। দীপাবলিতে বলিউডের ভাইজানের উপহার পেয়ে বেজায় খুশি তাঁর অনুরাগীরা। কিন্তু তার মাঝেই ঘটল বিপত্তি। হলে ‘টাইগার ৩’ দেখতে গিয়ে কিছু ভক্তের লাগাম ছাড়া উন্মাদনাই হল কাল, আইনি বিপাকে জড়িয়ে পড়লেন তাঁরা। হলেই তাঁরা ফাটালেন শব্দবাজি। এই ভিডিও প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়। এবার এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানালেন সলমন খান স্বয়ং।
‘পাঠান’-এর পর থেকেই ‘টাইগার ৩’ নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা, পাশাপাশি চলছিল নানা জল্পনা। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। অবশেষে সব অপেক্ষার অবসান করে রবিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সলমন ও ক্যাটরিনা ক্যাফ অভিনীত ‘টাইগার ৩’। এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের হল থেকে সলমন ভক্তদের সেলিব্রেশনের নানা টুকরো টুকরো দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। তার মধ্যে একটি ভিডিওতে দেখা যায় সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহের মধ্যেই শব্দবাজি ফাটানো হচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের এক হলে। সেখানে ছবি চলাকালিনী দেদার শব্দবাজি ফাটাতে শুরু করেন একদল ব্যক্তি। সলমনের অ্যাকশন সিকোয়েন্স শুরু হতেই ভক্তরা চিৎকার শুরু হয়। পাশাপাশি চলতে থাকে দেদার শব্দবাজি ফাটানোও।
advertisement
advertisement
সলমন ভক্তদের কাণ্ড দেখে আতঙ্কিত হয়ে পড়েন হলে থাকা বাকি দর্শকরা। সিনেমা হলের এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা পুলিশের নজরে পড়ে। দায়ের করা হয় এফআইআর। আপাতত পুলিশ বিষয়টি তদন্ত করছে। কেন হল কর্তৃপক্ষ সেই মুহূর্তেই কোনও ব্যবস্থা নেয়নি? তা নিয়েও প্রশ্ন ওঠে। ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়।
advertisement
এই নিয়ে অবশেষে মুখ খুললেন সলমন খান। তিনি স্টোরিতে লেখেন, “আমার সমস্ত ভক্তদের অডিটোরিয়ামের ভিতরে যে কোনও বাজি না নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ যে ঘটনা ঘটেছে তাতে বিশাল বড় কোনও বিপদ হতে পারত। এতে আপনার জীবন ও অন্যদের জীবন বিপন্ন হতে পারে। থিয়েটার মালিকদের কাছে আমার অনুরোধ প্রেক্ষাগৃহের ভিতরে বাজি ফোটাতে দেবেন না। হলে প্রবেশের সময়ই নিরাপত্তার জন্য একবার দেখে নেওয়া উচিত। ছবিটি উপভোগ করুন কিন্তু দয়া করে এই ধরনের কাজ করবেন না। এটাই আমার সমস্ত ভক্তদের কাছে আমার একান্ত অনুরোধ .. ধন্যবাদ।’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: ‘টাইগার ৩’ দেখার সময় হলের ভিতর এ কী কাণ্ড! মুখ খুললেন সলমনও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement