Gaurav-Ridhima: ছেলেকে কোলে নিয়ে দীপাবলিতে পোস্ট ঋদ্ধিমা-গৌরবের! রঙ্গোলীতে লিখলেন বিশেষ মানুষের নাম

Last Updated:
টলিউডের অন্যতম পাওয়ার কাপল ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী, সদ্যই হয়েছেন বাবা-মা। দীপাবলিতে ছেলেকে নিয়ে ছবি পোস্ট করেন তাঁরা।
1/6
'হাতের উপর হাত রাখা সহজ নয়', চারিদিকে যখন বিবাহ বিচ্ছেদের খবর, তখন প্রায় ১৩ পার করে ফেলেছেন টলিউডের অন্যতম পাওয়ার কাপল ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। সদ্যই হয়েছেন বাবা-মা।
'হাতের উপর হাত রাখা সহজ নয়', চারিদিকে যখন বিবাহ বিচ্ছেদের খবর, তখন প্রায় ১৩ পার করে ফেলেছেন টলিউডের অন্যতম পাওয়ার কাপল ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। সদ্যই হয়েছেন বাবা-মা।
advertisement
2/6
চলতি বছরে পয়লা বৈশাখের দুপুরে ঋদ্ধিমা আর গৌরব ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন যে তাঁরা বাবা-মা হতে চলেছেন। ছবিতে অভিনেত্রীর বেবি বাম্প ছিল সুস্পষ্ট। স্ত্রীকে জড়িয়ে দাঁড়িয়ে গৌরব। দুজনের মুখে মনখোলা হাসি।
চলতি বছরে পয়লা বৈশাখের দুপুরে ঋদ্ধিমা আর গৌরব ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন যে তাঁরা বাবা-মা হতে চলেছেন। ছবিতে অভিনেত্রীর বেবি বাম্প ছিল সুস্পষ্ট। স্ত্রীকে জড়িয়ে দাঁড়িয়ে গৌরব। দুজনের মুখে মনখোলা হাসি।
advertisement
3/6
৭ বছরের প্রেম, ৬ বছরের সংসার জীবনের একাধিক ভালবাসার মুহূর্তের ছবি তাঁদের সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছে। নানা জায়গায় ঘুরে বেড়ানো থেকে শুরু করে একসঙ্গে পর্দায় রোম্যান্স, তাঁরা যেন একে অপরের ছায়াসঙ্গী। আর এবার বাবা-মায়ের ভূমিকায় তাঁরা।
৭ বছরের প্রেম, ৬ বছরের সংসার জীবনের একাধিক ভালবাসার মুহূর্তের ছবি তাঁদের সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছে। নানা জায়গায় ঘুরে বেড়ানো থেকে শুরু করে একসঙ্গে পর্দায় রোম্যান্স, তাঁরা যেন একে অপরের ছায়াসঙ্গী। আর এবার বাবা-মায়ের ভূমিকায় তাঁরা।
advertisement
4/6
১৬ সেপ্টেম্বর জন্ম হয়েছে তাঁদের ছেলের, নাম রাখা হয়েছে ধীর। পুজোর সপ্তমীতে তারকা দম্পতি ছেলের নাম শেয়ার করে ছিলেন স্যোশাল মিডিয়ায়।
১৬ সেপ্টেম্বর জন্ম হয়েছে তাঁদের ছেলের, নাম রাখা হয়েছে ধীর। পুজোর সপ্তমীতে তারকা দম্পতি ছেলের নাম শেয়ার করে ছিলেন স্যোশাল মিডিয়ায়।
advertisement
5/6
তারপর থেকেই বিজয়া হোক বা বিশেষ কোনও মুহূর্ত, ধীরকে সঙ্গে নিয়েই নিজেদের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ঋদ্ধিমা-গৌরব।
তারপর থেকেই বিজয়া হোক বা বিশেষ কোনও মুহূর্ত, ধীরকে সঙ্গে নিয়েই নিজেদের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ঋদ্ধিমা-গৌরব।
advertisement
6/6
দীপাবলিতেও তার ব্যতিক্রম নেই। ছেলেকে নিয়ে ছবি পোস্ট করেন তাঁরা। শুধু তাই নয় রঙ্গোলীতে ছিল বিরাট চমক। রঙ্গোলীতেই তাঁরা লিখেছিলে ছেলের নাম। 'আপনাকে ও আপনার পরিবারকে জানাই শুভ দীপাবলি ও কালী পুজোর শুভেচ্ছা। ভালবাসা এবং আলোর মাখা অভিনন্দন জানাই সকলকে।'
দীপাবলিতেও তার ব্যতিক্রম নেই। ছেলেকে নিয়ে ছবি পোস্ট করেন তাঁরা। শুধু তাই নয় রঙ্গোলীতে ছিল বিরাট চমক। রঙ্গোলীতেই তাঁরা লিখেছিলে ছেলের নাম। 'আপনাকে ও আপনার পরিবারকে জানাই শুভ দীপাবলি ও কালী পুজোর শুভেচ্ছা। ভালবাসা এবং আলোর মাখা অভিনন্দন জানাই সকলকে।'
advertisement
advertisement
advertisement