Salman Khan: শরমিনের তখন দু'বছর বয়স, বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমান! কে এই শরমিন জানেন?
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Salman Khan: সম্প্রতি সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ছবিতেও দেখা গিয়েছে শরমিন সেগালকে।
কলকাতা: বি-টাউনের জনপ্রিয় চিত্রপরিচালক সঞ্জয় লীলা বনশালীর ভাগ্নি তিনি। সম্প্রতি সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ছবিতেও দেখা গিয়েছে শরমিন সেগালকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলিউড সুপাস্টার সলমন খানের সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে মুখ খুললেন বনশালির ভাগ্নি।
‘হম দিল দে চুকে সনম’ ছবির সময়ই প্রথমবারের জন্য বলিউডের ভাইজানের সঙ্গে দেখা হয়েছিল শরমিনের। জ্যুম-এর সঙ্গে এক আলাপচারিতায় শরমিনকে প্রশ্ন করা হয়েছিল যে, প্রথম কোন তারকার সঙ্গে ব্যক্তিগত ভাবে তাঁর আলাপ হয়েছিল। জবাবে সলমন খানের নাম নিয়েছিলেন অভিনেত্রী। এমনকী মাত্র ২ বছর বয়সে কীভাবে সলমনের কাছ থেকে বিবাহ প্রস্তাব পেয়েছিলেন, সেই কথাও জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় বটগাছ রয়েছে এরাজ্যে, নাম কী? বয়স কত? কোথায় সেই গাছ জানলে চমকে যাবেন
শরমিনের কথায়, “আমার তখন মাত্র ২ অথবা ৩ বছর বয়স। উনি বললেন, তুমি কি আমায় বিয়ে করবে। আর আমি সটান বলেছিলাম, না।”
advertisement
এর পাশাপাশি ওতটুকু বয়সে বিয়ের অর্থ বুঝতেন না, সেটাও ব্যাখ্যা করেছেন শরমিন। তাঁর বক্তব্য, তিনি এতটাই ছোট ছিলেন যে, তখন বিয়ের মানে বুঝতেন না। যার ফলে তিনি প্রতিটি বিষয়েই না বলতেন। বর্তমানে হিরামান্ডির সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শরমিন। চলতি মাসের গোড়ার দিকেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই সিরিজ।
advertisement
আরও পড়ুন: হাত ভেঙেছে ঐশ্বর্যর, তাই নিয়েই কান-এর রেড কার্পেটে রাইসুন্দরী! তারপর? নায়িকাকে দেখামাত্র তোলপাড়
সেখানে আলমজেবের চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী। যদিও তাঁর অভিনয় বিশেষ প্রশংসা কুড়োয়নি, বরং উল্টে তা ট্রোলের মুখে পড়েছে।
যদিও শরমিনকে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল যে, তিনি পরিচালকের ভাগ্নি হওয়ায় তাঁকে কি অতিরিক্ত সুযোগ দেওয়া হয়েছে? ইন্ডিয়ান এক্সপ্রেস-এর কাছে অভিনেত্রী বলেন, “বরং এর উল্টোটাই। আমি কোনওরকম সুযোগ পাইনি। উনি আমায় খুবই ভালবাসেন, সেটা অবশ্য আমি অস্বীকার করছি না। একটা সময় ছিল, আমি যখন বসে থাকতাম, তখন উনি শরমিন তাঁর ভাগ্নি বলেই আমায় বিবেচনা করতেন। কিন্তু সেটে তাঁকে নিজের মামা হিসেবে দেখি না। আমি শুধুমাত্র তাঁকে সঞ্জয় লীলা বনশালী হিসেবেই দেখেছি। এই সম্মানটা সারা জীবন ধরে তিনি অর্জন করেছেন। আর আমি শুধুমাত্র তাঁর আত্মীয় বলে সেটা তাঁর কাছ থেকে ছিনিয়ে নিতে পারব না। আর উনি যে আমার আত্মীয়, সেই সত্যিটাও আমি পরিবর্তন করতে পারব না।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2024 4:40 PM IST