Aishwarya Rai Bachchan at Cannes 2024: হাত ভেঙেছে ঐশ্বর্যর, তাই নিয়েই কান-এর রেড কার্পেটে রাইসুন্দরী! তারপর? নায়িকাকে দেখামাত্র তোলপাড়
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Aishwarya Rai Bachchan at Cannes 2024: এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট লুকের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন একটি ড্রামাটিক কালো-সোনালি স্ট্র্যাপলেস গাউন।
কান রেড কার্পেটের রানি তিনি। বরাবরই চিরাচরিত রাজকীয় ভঙ্গিতে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বিশেষ ভাবে নজর কাড়েন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন।
advertisement
এবারেও তার ব্যতিক্রম হয়নি। স্বমহিমায় হাতে প্লাস্টার নিয়েই এবারের কান রেড কার্পেটে অবতীর্ণ হলেন রাইসুন্দরী। তাঁর লুক দেখে মাথা ঘুরে গেল ভক্তদেরও। Photo Courtesy: Cannes 2024
advertisement
এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট লুকের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন একটি ড্রামাটিক কালো-সোনালি স্ট্র্যাপলেস গাউন। আর এই গাউনের সঙ্গে ঐশ্বর্য গলিয়ে নিয়েছিলেন সাদা রঙা পাফ স্লিভ। তবে এক হাতে চোটের কারণে ছিল প্লাস্টারও। Photo Courtesy: Cannes 2024
advertisement
আর এই সাজে রেড কার্পেটে পা রাখামাত্রই হাততালিতে ফেটে পড়েছে চারপাশ। এর পাশাপাশি কানের রেড কার্পেটে ঐশ্বর্যর হাঁটার ছবি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিও-য় আবার দেখা গিয়েছে, কন্যা আরাধ্যা বচ্চন সাহায্য করছে ঐশ্বর্যকে। Photo Courtesy: Cannes 2024
advertisement
বলাই বাহুল্য যে, প্রিয় অভিনেত্রীকে এই সাজে দেখে মাথা ঘুরে গিয়েছে তাঁর ভক্তদের। এক নেটিজেন লিখেছেন, “কানের রানি দেখাচ্ছেন কীভাবে এটা করতে হবে!!!” আর এক নেটাগরিকের বক্তব্য, “কেউ কীভাবে এমনকী ভাঙা হাত নিয়েও এতটা পেশাদার হতে পারেন? মানে কীভাবে? ঐশ্বর্য রাইয়ের কানের খেলা তো আলাদাই লেভেলে চলে গিয়েছে!!!” Photo Courtesy: Cannes 2024
advertisement
গত বুধবার গভীর রাতে কন্যা আরাধ্যাকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঐশ্বর্য রাই। সেই সময়ই দেখা গিয়েছিল তাঁর ডান হাতে আর্ম স্লিং। বলিউড পাপারাৎজির ভিরল ভায়ানির শেয়ার করা ভিডিও-য় দেখা গিয়েছিল, ঐশ্বর্য এবং আরাধ্যার পাপারাৎজিদের সঙ্গে সৌজন্য বিনিময় করে হেসে ইন্টারন্যাশনাল টার্মিনালে ঢুকে গেলেন। Photo Courtesy: Cannes 2024
advertisement
২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার দেখা গিয়েছিল ঐশ্বর্য। সেই বার তিনি ডিজাইনার নীতা লুল্লার শাড়িতে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। গত বছর আবার কান রেড কার্পেটে একটি রুপোলি কেপ গাউনে নজর কেড়েছিলেন রাইসুন্দরী। প্রসঙ্গত শেষ বার তাঁকে পরিচালক মণিরত্নমের ‘পন্নিয়িন সেলভান: ২’ ছবিতে দেখা গিয়েছিল। Photo Courtesy: Cannes 2024
