Salman Khan Fan: ক্যানসারকে জয় একরত্তির! ৫ বছর ধরে একটানা লড়াই, ভক্তকে দেখতে এলেন বলি তারকা সলমন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Salman Khan Fan: কেমোর পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে জগনবীর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। জগনবীর স্পর্শ করে সলমনের উপস্থিতি অনুভব করেছিল। সলমনের হাতের ব্রেসলেট দেখে তাকে চিনেছিলেন।
মুম্বই: মাত্র চার বছর বয়সে ক্যানসার ধরা পড়ে জগনবীরের। ধীরে ধীরে কেমোথেরাপির পর আজ সে ক্যানসারকে জয় করেছে। মোট ৯টি কেমোর পর আজ সে সুস্থ হচ্ছে। ৯ বছরের সেই ছোট্ট ভক্তকে দেখতেই হাসপাতালে পৌঁছে গেলেন বলিউড নায়ক সলমন খান।
জগনবীর সলমন-ভক্ত বলেই তিনি দেখা দিলেন, তা নয়, গত পাঁচ বছর ধরে তার চিকিৎসার খরচ সলমন নিজের কাঁধে নিয়েছিলেন। ২০১৮ সালে প্রথমবার মুম্বইয়ের ক্যানসার হাসপাতালে জগনবীরের সঙ্গে আলাপ হয় সলমনের। যেখানে ৪ বছরের একরত্তির টিউমারের জন্য কেমোথেরাপি চলছিল।
কেমোর পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে জগনবীর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। জগনবীর স্পর্শ করে সলমনের উপস্থিতি অনুভব করেছিল। সলমনের হাতের ব্রেসলেট দেখে তাঁকে চিনেছিল একরত্তি।
advertisement
advertisement
মারণরোগের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার পরে জগনবীরকে দেখতে আসেন সলমন। তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সলমন, যোদ্ধার মতো লড়াই করার উৎসাহও দিয়েছিলেন। এবার জয়ী হওয়ার পর সলমন কথা রাখলেন। ২০২৩ সালের ডিসেম্বরে সলমনের বান্দ্রার বাসভবনে দেখা হয় দু’জনের।
advertisement
জগনবীরের মা সুখবীর কৌর জানান, ৩ বছর বয়সে জগনবীর টিউমারের কারণে দৃষ্টিশক্তি হারিয়েছিল। , চিকিৎসকরা দিল্লি বা মুম্বইতে চিকিৎসা করার পরামর্শ দিয়েছিলেন। জগনবীরের বাবা পুষ্পিন্দর তাকে মুম্বই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। জগন ভেবেছিল, সে সলমনের সঙ্গে দেখা করতে চলেছে।
এবার দেখা হওয়ার পর সলমনের মুখ এবং ব্রেসলেট স্পর্শ করে তাঁর উপস্থিতি টের পায় জগনবীর। তার মা জানান, ছেলে এখন ভাল আছে, ৯৯ শতাংশ দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে এবং সে নিয়মিত স্কুলেও যায় এখন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2024 1:13 PM IST