সলমন কেন শাস্তি পেলেন না? প্রাণনাশের হুমকি দিয়ে আইনজীবীকে ফোন গ্যাংস্টারের

Last Updated:

কৃষ্ণসার হরিণ মামলায় যোধপুর আদালত থেকে বেকসুর খালাস হয়েছেন সলমন খান ৷ বেআইনি অস্ত্র মামলায় উপযুক্ত তথ্য প্রমাণ না

#মুম্বই: কৃষ্ণসার হরিণ মামলায় যোধপুর আদালত থেকে বেকসুর খালাস হয়েছেন সলমন খান ৷ বেআইনি অস্ত্র মামলায় উপযুক্ত তথ্য প্রমাণ না থাকায়, যোধপুর আদালত সলমনকে রেহাই দিয়েছে এই মামলা থেকে ৷ মামলা থেকে নিস্তার পেয়ে আপাপত, স্বস্তিতে আছেন সলমন খান ৷ তবে সলমনকে মামলা থেকে নিস্পত্তি দিয়ে রীতিমতো ঘুম উড়েছে সলমনের আইনজীবী এইচ.এইম সারস্বতের !
কাণ্ডটা হল, যোধপুর আদালত থেকে সলমন খানকে রেহাই দেওয়ার পর থেকেই সলমনের আইনজীবী সারস্বতের কাছে অনবরত আসতে থাকে ফোন ৷ আর ফোনেই আসতে থাকে প্রাণ নাশের হুমকি ৷
সারস্বত পুলিশকে জানিয়েছেন, ফোনটি আসছে বিদেশ থেকেই ৷ সারস্বতকে ফোনে প্রাণ নাশের হুমকি দিয়ে বলা হয়েছে, ফোনটি করেছে বিদেশের এক গ্যাংস্টার ৷ সারস্বতের কথায়, ‘আমাকে বার বার বলা হয়েছে, সলমনকে কেন তুমি রেহাই করিয়ে দিলে ৷ তোমাকে আমরা ছাড়বা না ৷ সলমনের জন্য তোমার প্রাণ নাশও হতে পারে !’
advertisement
advertisement
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সারস্বতের জন্য দেহরক্ষী ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমন কেন শাস্তি পেলেন না? প্রাণনাশের হুমকি দিয়ে আইনজীবীকে ফোন গ্যাংস্টারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement