Salman Khan: ‘খুনের হুমকি দিয়ে আটকানো যাবে না’! শহরে আসছেন সলমন, কেন জানেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ভাইজানের ছবি মানেই ভক্তদের কাছে আলাদা উত্তেজনা৷ তবে বর্তমানে অভিনেতার সুরক্ষা নিয়ে চিন্তায় সকলে৷ খুনের হুমকি পেয়েছেন তিনি৷ কিন্তু তার মাঝেই শহরে আসছেন বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর৷
পর্দায় হোক কিংবা বাস্তব, ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন সলমন খান৷ ভাইজানের ছবি মানেই ভক্তদের কাছে আলাদা উত্তেজনা৷ তবে বর্তমানে অভিনেতার সুরক্ষা নিয়ে চিন্তায় সকলে৷ খুনের হুমকি পেয়েছেন তিনি৷ কিন্তু তার মাঝেই শহরে আসছেন বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর৷ সঙ্গে থাকবেন প্রভুদেবা, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, গুরু রান্ধাওয়া, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো অভিনেতারা৷
প্রতি বছরের মতো এই বছরও ‘দ্য-ব্যাং’ সফরে আসছেন সলমন৷ কলকাতায় ১৩ মে ইস্ট বেঙ্গল ক্লাব, ময়দান টেন্টে পারফর্ম করবেন ‘ভাইজান’৷ নিজেই ট্যুইট করে জানিয়েছেন তিনি৷ সঙ্গী একঝাঁক বলিতারকা৷ সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, গুরু রান্ধাওয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, মনীশ পল, আয়ুষ শর্মা এবং প্রভুদেবার মতো তারাকারা, মাতাবেন বাংলার ময়দান৷ তবে, এর মাঝেই ভাবাচ্ছে সলমনকে নিয়ে একাধিক খুনের হুমকি৷
advertisement
advertisement
কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের নজরে রয়েছেন অভিনেতা৷ বারবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে৷ অভিনেতার নিরাপত্তা রক্ষায় যথেস্ট প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রসাশন৷ কিন্তু সফর বাতিলের কোনও প্রশ্নই নেই৷ ‘টাইগার’-কে ভয় পাওয়ানো মোটেই সহজ নয়৷ তাঁর সুরক্ষায় ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হবে তা বিস্তারিত ভাবে জানানো হয়নি৷ তবে, কড়া নিরাপত্তার বলয়ে থাকবেন অভিনেতা, নিশ্চিত করছে প্রশাসন৷
advertisement
এক টক শোয়ে এসে সলমন খান তাঁকে খুন করার হুমকির কথা বলেছিলেন৷ তিনি কীভাবে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করছেন, তা-ও বিশদে জানান৷ ‘‘নিরাপত্তাহীনতার চেয়ে নিরাপত্তা অনেক ভাল’’, বলেন তিনি৷ আবার নিরাপত্তার বাড়াবাড়িতে তাঁর ভক্তদের খানিকটা অসুবিধা হচ্ছে। সে কথাও স্বীকার করেন সলমন। খুনের হুমকি পাওয়ার খানিকটা মেপেই পা ফেলছেন তিনি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 1:31 PM IST







