হোম /খবর /বিনোদন /
‘খুনের হুমকি দিয়ে আটকানো যাবে না’! শহরে আসছেন সলমন, কেন জানেন?

Salman Khan: ‘খুনের হুমকি দিয়ে আটকানো যাবে না’! শহরে আসছেন সলমন, কেন জানেন

‘খুনের হুমকি দিয়ে আটকানো যাবে না’! শহরে আসছেন সলমন, কেন জানেন

‘খুনের হুমকি দিয়ে আটকানো যাবে না’! শহরে আসছেন সলমন, কেন জানেন

ভাইজানের ছবি মানেই ভক্তদের কাছে আলাদা উত্তেজনা৷ তবে বর্তমানে অভিনেতার সুরক্ষা নিয়ে চিন্তায় সকলে৷ খুনের হুমকি পেয়েছেন তিনি৷ কিন্তু তার মাঝেই শহরে আসছেন বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর৷

  • Share this:

পর্দায় হোক কিংবা বাস্তব, ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন সলমন খান৷ ভাইজানের ছবি মানেই ভক্তদের কাছে আলাদা উত্তেজনা৷ তবে বর্তমানে অভিনেতার সুরক্ষা নিয়ে চিন্তায় সকলে৷ খুনের হুমকি পেয়েছেন তিনি৷ কিন্তু তার মাঝেই শহরে আসছেন বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর৷ সঙ্গে থাকবেন প্রভুদেবা, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, গুরু রান্ধাওয়া, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো অভিনেতারা৷

প্রতি বছরের মতো এই বছরও ‘দ্য-ব্যাং’ সফরে আসছেন সলমন৷ কলকাতায় ১৩ মে ইস্ট বেঙ্গল ক্লাব, ময়দান টেন্টে পারফর্ম করবেন ‘ভাইজান’৷ নিজেই ট্যুইট করে জানিয়েছেন তিনি৷ সঙ্গী একঝাঁক বলিতারকা৷ সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, গুরু রান্ধাওয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, মনীশ পল, আয়ুষ শর্মা এবং প্রভুদেবার মতো তারাকারা, মাতাবেন বাংলার ময়দান৷ তবে, এর মাঝেই ভাবাচ্ছে সলমনকে নিয়ে একাধিক খুনের হুমকি৷

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের নজরে রয়েছেন অভিনেতা৷ বারবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে৷ অভিনেতার নিরাপত্তা রক্ষায় যথেস্ট প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রসাশন৷ কিন্তু সফর বাতিলের কোনও প্রশ্নই নেই৷ ‘টাইগার’-কে ভয় পাওয়ানো মোটেই সহজ নয়৷ তাঁর সুরক্ষায় ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হবে তা বিস্তারিত ভাবে জানানো হয়নি৷ তবে, কড়া নিরাপত্তার বলয়ে থাকবেন অভিনেতা, নিশ্চিত করছে প্রশাসন৷

আরও পড়ুন: সলমনকে খুনের হুমকি! লুকআউট নোটিশ জারি করল মুম্বই পুলিশ,তারপর যা হল…

এক টক শোয়ে এসে সলমন খান তাঁকে খুন করার হুমকির কথা বলেছিলেন৷ তিনি কীভাবে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করছেন, তা-ও বিশদে জানান৷ ‘‘নিরাপত্তাহীনতার চেয়ে নিরাপত্তা অনেক ভাল’’, বলেন তিনি৷ আবার নিরাপত্তার বাড়াবাড়িতে তাঁর ভক্তদের খানিকটা অসুবিধা হচ্ছে। সে কথাও স্বীকার করেন সলমন। খুনের হুমকি পাওয়ার খানিকটা মেপেই পা ফেলছেন তিনি৷

Published by:Ankita Tripathi
First published:

Tags: Bollywood actor, Salman Khan