ট্যুইটারে ক্ষমা চাইলেন সলমন পিতা সেলিম !
Last Updated:
মঙ্গলবার সকাল থেকেই সলমনকে নিয়ে সরগরম বলিউড ৷ একটা উক্তিতেই বিতর্কে জড়িয়ে পড়লেন সলমন খান ৷
#মুম্বই: মঙ্গলবার সকাল থেকেই সলমনকে নিয়ে সরগরম বলিউড ৷ একটা উক্তিতেই বিতর্কে জড়িয়ে পড়লেন সলমন খান ৷ শ্যুটিংয়ের স্ট্রেসকে ‘ধর্ষণ’-এর সঙ্গে তুলনা করে বিপাকে পড়লেন দাবাং খান ! গোটা দেশ জুড়ে সলমনের এই উক্তিতে শোরগোল ৷ এই নারী অবমাননাকর এই মন্তব্যের জেরে সলমনকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন ৷ কমিশনের চেয়ারপার্সন ললিতা কুমারমঙ্গলম জানিয়েছেন, ৭ দিনের মধ্যে সলমনের কাছে জবাব তলব করা হয়েছে ৷ ক্ষমা না চাইলে ডেকে পাঠানো হতে পারে সলমনকে ৷
ছেলেকে এই বিপাক থেকে বের করতে এবার সামনে এলেন সলমনের পিতা সেলিম খান ৷ ট্যুইটারে সেলিম লিখলেন, ‘সলমন সত্যিই ভুল মন্তব্য করেছে ৷ এই ধরণের তুলনা করা একদম উচিত হয়নি সলমনের ৷ কিন্তু এটাও সত্যি সলমন এটা বুঝে শুনে করেনি ৷ তাই আমার পুরো পরিবারের তরফ থেকে দেশের সমস্ত মানুষ, সলমনের ফ্যানদের কাছে ক্ষমা চাইছি ৷ ক্ষমার থেকে বড় কিছু হতে পারে না ৷ আশা করি সলমনকে ক্ষমা করে আবার তাকে প্রচুর ভালোবাসা দেবেন !’
advertisement
Undoubtedly what Salman said is wrong, the simili, example and the context. The intention was not wrong.
— Salim Khan (@luvsalimkhan) June 21, 2016
advertisement
ঘায়েল কুস্তিগীর ৷ কুস্তির প্যাঁচ কষে ক্লান্ত সুলতান আলি খানের রিং থেকে বেরোবার পর নিজেকে নাকি ‘ধর্ষিতা’ বলে মনে হত ৷ ‘সুলতান’ রিলিজের আগেই এই মন্তব্য করে বিতর্কে সলমন খান ৷
advertisement
আলি আব্বাস জাফরের নির্দেশনায় তৈরি ‘সুলতান’-এ এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সলমন খান ৷ সুলতান আলি খান হিসেবে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করতে হত তাঁকে ৷ নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত সল্লু মিঁঞা সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘ শ্যুট শেষে রিং থেকে বেরিয়ে নিজেকে ধর্ষিতার মত মনে হত ৷ আমি সোজা হয়ে হাঁটতেই পারতাম না ৷’ সলমনের এই মন্তব্যেই উঠেছে সমালোচনার ঝড় ৷
advertisement
নিজের বক্তব্যে বলিউডের ভাইজান বলেন, ‘ শরীর-চর্চা নিয়ে পরিচালকের কিছুই জানা নেই ৷ জীবনে কোনওদিন জিমে যাননি আলি ৷ প্রতি ২০ দিনে বিভিন্ন রকম বডি টাইপ চাইতেন পরিচালক ৷ কখনও কমবয়সী, কখনও বয়স্ক ৷ সেটা করতে ভীষণ খাটতে হয়েছে ৷ শ্যুটিং শেষ করে খেয়ে-দেয়ে ফের প্রশিক্ষণ নিতে চলে যেতাম ৷’
advertisement
নিজের ক্লান্তিকে একজন ধর্ষিতার যন্ত্রণার সঙ্গে তুলনায় করায় নিন্দায় উত্তাল ট্যুইটার ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2016 2:44 PM IST