ট্যুইটারে ক্ষমা চাইলেন সলমন পিতা সেলিম !

Last Updated:

মঙ্গলবার সকাল থেকেই সলমনকে নিয়ে সরগরম বলিউড ৷ একটা উক্তিতেই বিতর্কে জড়িয়ে পড়লেন সলমন খান ৷

#মুম্বই: মঙ্গলবার সকাল থেকেই সলমনকে নিয়ে সরগরম বলিউড ৷ একটা উক্তিতেই বিতর্কে জড়িয়ে পড়লেন সলমন খান ৷ শ্যুটিংয়ের স্ট্রেসকে ‘ধর্ষণ’-এর সঙ্গে তুলনা করে বিপাকে পড়লেন দাবাং খান ! গোটা দেশ জুড়ে সলমনের এই উক্তিতে শোরগোল ৷ এই নারী অবমাননাকর এই মন্তব্যের জেরে সলমনকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন ৷ কমিশনের চেয়ারপার্সন ললিতা কুমারমঙ্গলম জানিয়েছেন, ৭ দিনের মধ্যে সলমনের কাছে জবাব তলব করা হয়েছে ৷ ক্ষমা না চাইলে ডেকে পাঠানো হতে পারে সলমনকে ৷
ছেলেকে এই বিপাক থেকে বের করতে এবার সামনে এলেন সলমনের পিতা সেলিম খান ৷ ট্যুইটারে সেলিম লিখলেন, ‘সলমন সত্যিই ভুল মন্তব্য করেছে ৷ এই ধরণের তুলনা করা একদম উচিত হয়নি সলমনের ৷ কিন্তু এটাও সত্যি সলমন এটা বুঝে শুনে করেনি ৷ তাই আমার পুরো পরিবারের তরফ থেকে দেশের সমস্ত মানুষ, সলমনের ফ্যানদের কাছে ক্ষমা চাইছি ৷ ক্ষমার থেকে বড় কিছু হতে পারে না ৷ আশা করি সলমনকে ক্ষমা করে আবার তাকে প্রচুর ভালোবাসা দেবেন !’
advertisement
advertisement
ঘায়েল কুস্তিগীর ৷ কুস্তির প্যাঁচ কষে ক্লান্ত সুলতান আলি খানের রিং থেকে বেরোবার পর নিজেকে নাকি ‘ধর্ষিতা’ বলে মনে হত ৷ ‘সুলতান’ রিলিজের আগেই এই মন্তব্য করে বিতর্কে সলমন খান ৷
advertisement
আলি আব্বাস জাফরের নির্দেশনায় তৈরি ‘সুলতান’-এ এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সলমন খান ৷ সুলতান আলি খান হিসেবে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করতে হত তাঁকে ৷ নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত সল্লু মিঁঞা সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘ শ্যুট শেষে রিং থেকে বেরিয়ে নিজেকে ধর্ষিতার মত মনে হত ৷ আমি সোজা হয়ে হাঁটতেই পারতাম না ৷’ সলমনের এই মন্তব্যেই উঠেছে সমালোচনার ঝড় ৷
advertisement
নিজের বক্তব্যে বলিউডের ভাইজান বলেন, ‘ শরীর-চর্চা নিয়ে পরিচালকের কিছুই জানা নেই ৷ জীবনে কোনওদিন জিমে যাননি আলি ৷ প্রতি ২০ দিনে বিভিন্ন রকম বডি টাইপ চাইতেন পরিচালক ৷ কখনও কমবয়সী, কখনও বয়স্ক ৷ সেটা করতে ভীষণ খাটতে হয়েছে ৷ শ্যুটিং শেষ করে খেয়ে-দেয়ে ফের প্রশিক্ষণ নিতে চলে যেতাম ৷’
advertisement
নিজের ক্লান্তিকে একজন ধর্ষিতার যন্ত্রণার সঙ্গে তুলনায় করায় নিন্দায় উত্তাল ট্যুইটার ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ট্যুইটারে ক্ষমা চাইলেন সলমন পিতা সেলিম !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement