ফের বিতর্কের মুখে সইফ আলি খান, বাধ্য হয়ে এবার চাইলেন ক্ষমা

Last Updated:

এই খবর এখন আর অজানা নয় যে রামায়ণের (Ramayana) অতি পরিচিত কাহিনিকে বড় পর্দায় রূপ দিতে চলেছেন ভূষণ কুমার।

#মুম্বই: এই খবর এখন আর অজানা নয় যে রামায়ণের (Ramayana) অতি পরিচিত কাহিনিকে বড় পর্দায় রূপ দিতে চলেছেন ভূষণ কুমার। তাঁর প্রযোজনায়, তানাজি ছবিখ্যাত ওম রাউতের পরিচালনায় তৈরি হচ্ছে আদিপুরুষ (Adipurush) নামে এক ছবি। সেই ছবিতে রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস (Prabhas), রাবণের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে (Saif Ali Khan)। সীতা চরিত্রটিতে অভিনয়ের জন্য সম্প্রতি কৃতী শ্যাননের (Kriti Sanon) সঙ্গে কথা বলা হয়েছে। ছবিটির স্পেশ্যাল এফেক্টের জন্য হলিউডের কলাকুশীদের সঙ্গেও কথা চলছে ভূষণ কুমার আর ওম রাউতের। এর মাঝে আচমকা বিপদ ডেকে আনল সইফের একটি মন্তব্য।
খবর বলছে যে, এর আগে এক সাক্ষাৎকারে নিজের অভিনীত এই চরিত্রটি নিয়ে মুখ খুলেছিলেন সইফ। জানিয়েছিলেন যে লঙ্কার রাক্ষসরাজা রাবণের (Ravana) চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি যারপরনাই গর্বিত এবং আনন্দিত। কথায় কথায় নায়ক আরও জানিয়েছিলেন যে ছোটপর্দার ধারাবাহিকে সাধারণত রাবণ চরিত্রটিকে যে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, টিম আদিপুরুষ সে পথে হাঁটবে না। এই ছবির চিত্রনাট্যে রাবণ চরিত্রটিকে অনেক বেশি মানবিক দিক থেকে রূপায়িত করা হয়েছে। বোন শূর্পনখার অপমানের প্রতিশোধ নিতে তাঁর সীতাহরণের ঘটনাকে যুক্তিযুক্ত করার চেষ্টা করা হয়েছে, ওই সাক্ষাৎকারে এ কথাও বলেছিলেন সইফ।
advertisement
তার পরেই নেটিজেনদের একাংশ সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখতে প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। তাঁদের দাবি- রাবণের সীতাহরণকে কোনও দিক থেকেই যুক্তিযুক্ত বলে আখ্যা দেওয়া যায় না। তাই যাঁর মুখ দিয়ে এ রকম কথা বেরিয়ে এসেছে, তাঁকে ছবি থেকেও বের করে দেওয়া উচিৎ- এই ছিল নেটিজেনদের একাংশের দাবি! বিষয়টি ক্রমশ ব্যক্তিগত আক্রমণের দিকেও চলে যায়। নেটিজেনদের অনেকেই দাবি করতে থাকেন যে সইফের মনোভাব বাস্তবেও রাক্ষসোচিত, না হলে নিজের ছেলের নাম কেউ রক্তপিপাসু শাসক তৈমুরের নামে রাখে না!
advertisement
advertisement
সম্প্রতি এই সব প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নিয়েছেন নায়ক। জানিয়েছেন যে দেশবাসীর ভাবাবেগে আঘাত করার জন্য তিনি দুঃখিত। পাশাপাশি সইফ এটাও বলতে ভোলেননি যে ভগবান রাম তাঁর কাছেও নায়কত্বের দৃষ্টান্ত। তাঁর মহিমা যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সব রকম দিক থেকে চেষ্টা করবে টিম আদিপুরুষ!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের বিতর্কের মুখে সইফ আলি খান, বাধ্য হয়ে এবার চাইলেন ক্ষমা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement