Saif Ali Khan: সইফ হামলায় এবার বাংলার ‘খুকুমনির খোঁজে’ মুম্বই পুলিশ! কে এই মহিলা? জেরায় বিস্ফোরক তথ‍্য প্রকাশ্যে

Last Updated:

Saif Ali Khan: অভিনেতা সইফ আলি খানের হামলাকারীর সঙ্গে বাংলার যোগ প্রমাণিত হয়েছিল আগেই। তদন্তে এবার চাপড়ার বড় আন্দুলিয়ায় এল মুম্বই পুলিশের একটি দল।

সইফ হামলায় এবার বাংলার ‘খুকুমনির খোঁজে’ মুম্বই পুলিশ! কে এই মহিলা? জেরায় বিস্ফোরক তথ‍্য প্রকাশ্যে
সইফ হামলায় এবার বাংলার ‘খুকুমনির খোঁজে’ মুম্বই পুলিশ! কে এই মহিলা? জেরায় বিস্ফোরক তথ‍্য প্রকাশ্যে
নদিয়া: অভিনেতা সইফ আলি খানের হামলাকারীর সঙ্গে বাংলার যোগ প্রমাণিত হয়েছিল আগেই। তদন্তে এবার চাপড়ার বড় আন্দুলিয়ায় এল মুম্বই পুলিশের একটি দল। সইফ আলি খানের উপর হামলার ঘটনায় ধৃত শরিফুল শাহজাদকে জিজ্ঞাসা করে মুম্বই পুলিশ জানতে পেরেছে যে সিম কার্ড সে ব্যবহার করত তা খুকুমণির জাহাঙ্গীর শেখের নামে নেওয়া। ওই মহিলার বাড়ি বড় আন্দুলিয়ায়। সেই খুকুমণির খোঁজে চাপড়ায় আসে মুম্বাই পুলিশ।
এই গতকাল রাতে চাপড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে বড় আন্দুলিয়া-সহ আশপাশের এলাকায় খোঁজ চালায় মুম্বাই পুলিশের একটি দল। যদিও খুকুমণির কোনও খোঁজ পাওয়া যায়নি। সূত্রের খবর খুকুমণির খোঁজ পেয়েছে মুম্বই পুলিশ, তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে চাপড়ার বড় আন্দুলিয়ার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যায় খুকুমণি। চার বছর আগে স্বামী জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুর পর শ্বশুরবাড়ির ছেড়ে চলে যায় সে। তারপর থেকে কোনও যোগাযোগ নেই। কিন্তু এই ঘটনার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য, আতঙ্কে পরিবারের সদস্যদরা।
advertisement
পুলিশ সূত্রে খবর, খুকুমণিকে জেরা করে মুম্বাই পুলিশ জানতে পেরেছে মাস চারেক আগে কলকাতা মেডিক্যাল কলেজে তার মোবাইল হারিয়ে গিয়েছিল। সম্ভবত সেই মোবাইলের সিম কার্ডই ব্যবহার করেছিল ধৃত শরিফুল।
সমীর রুদ্র
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif Ali Khan: সইফ হামলায় এবার বাংলার ‘খুকুমনির খোঁজে’ মুম্বই পুলিশ! কে এই মহিলা? জেরায় বিস্ফোরক তথ‍্য প্রকাশ্যে
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement