২ নায়িকার সঙ্গে পর্দায় নামছেন সব্যসাচী, 'রামপ্রসাদ'-এর স্ত্রী ও শিষ্যা হবেন কারা
- Published by:Teesta Barman
Last Updated:
শেষবার 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে সাধক বামাখ্যাপার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার পরেই ঐন্দ্রিলার সঙ্গে জীবনের নানা ওঠাপড়ার সঙ্গে অনবরত লড়াই চলেছে সব্যসাচীর।
#কলকাতা: প্রায় দেড় মাস পেরোতে চলল সেই ভয়াবহ দিনটির। ২০ নভেম্বর। ছেড়ে চলে যান ঐন্দ্রিলা শর্মা। প্রেমিকা, সঙ্গীর প্রয়াণের পর থেকেই নিজেকে সকলের থেকে গুটিয়ে নেন সব্যসাচী চৌধুরী। তবে এবারে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন বলেই আশা করা যায়। কারণ নতুন রূপে ছোটপর্দায় দেখা যাবে অভিনেতাকে। নতুন রূপে।
শেষবার 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে সাধক বামাখ্যাপার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার পরেই ঐন্দ্রিলার সঙ্গে জীবনের নানা ওঠাপড়ার সঙ্গে অনবরত লড়াই চলেছে সব্যসাচীর। ঐন্দ্রিলা চলে যাওয়ার পর বিষন্নতাকে সঙ্গে করেই সাধক রামপ্রসাদ হয়ে ফিরছেন তিনি। কিন্তু শ্যুটিং কবে থেকে শুরু? তাঁর বিপরীতে কারা অভিনয় করছেন?
advertisement
advertisement
এই সবের প্রশ্নের উত্তরে সব্যসাচী নিউজ18 বাংলাকে বলেন, "রামপ্রসাদের চরিত্রে অভিনয় করছি। আপাতত এটুকুই জানি। কিন্তু এর বেশি এখনই কিছু বলতে পারব না। মোটে কথাবার্তা চলছে। শ্যুটিং কবে থেকে শুরু সেসবও খুব একটা জানি না।"
advertisement

তবে সূত্রের খবর, সুরিন্দর ফিল্মসের এই ধারাবাহিকে দুই জন টেলি নায়িকা অভিনয় করবেন। রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে রয়েছেন পায়েল দে এবং প্রধান শিষ্যার ভূমিকায় দেখা যাবে সুস্মিলি আচার্যকে। যদিও তাঁদের তরফে এখনও কোনও শিলমোহর পড়েনি এই খবরে।
Location :
First Published :
January 05, 2023 10:03 AM IST