শাহরুখের নাম পাল্টে দিলেন আলিয়া! নেপথ্যে রয়েছে বিশেষ কারণ, জানেন কী

Last Updated:

জনৈক নেটিজেন জানতে চান, 'আলিয়া আপনাকে শুধু এসআর বলে কেন ডাকেন?' অনুরাগী থেকে সহকর্মী, শাহরুখকে এসআরকে বলে ডাকেন অনেকেই।

#মুম্বই: শাহরুখ খান এবং আলিয়া ভাট। বলিউডের দুই তারকার বয়সের ব্যবধান অনেকটাই। তবে আগাগোড়াই তাঁরা একে অপরের বন্ধু। ইতিমধ্যে একসঙ্গে কাজও সারা। সম্প্রতি ট্যুইটারে ফের 'কিউ অ্যান্ড এ' সেশন শুরু করেন শাহরুখ। অর্থাৎ অনুরাগীরা তাঁকে প্রশ্ন করবেন। উত্তরদাতা 'বাদশা'।
জনৈক নেটিজেন জানতে চান, 'আলিয়া আপনাকে শুধু এসআর বলে কেন ডাকেন?' অনুরাগী থেকে সহকর্মী, শাহরুখকে এসআরকে বলে ডাকেন অনেকেই। অভিনেতার নামের ইংরেজি বানানের আদ্যক্ষরগুলি নিয়ে তৈরি 'এসআরকে'। সে কথা সকলের কাছেই পরিষ্কার। কিন্তু আলিয়া ব্যতিক্রমী কেন? অভিনেতাকে কেন শুধু এসআর বলে ডাকেন তিনি? জানতে চান সেই ব্যক্তি।
advertisement
advertisement
সেই ট্যুইটের উত্তরে শাহরুখ লেখেন, 'হয়তো এসআরের মাধ্যমে ও (আলিয়া) স্যুইট এবং রোম্যান্টিক বোঝাতে চায়। বা হয়তো সিনিয়ার বা রেসপেক্টেড। আবার এমনও হতে পারে যে ওই দুই অক্ষরের মানে শুধুই শাহরুখ।'
advertisement
শাহরুখের এই ট্যুইট আলিয়ার চোখ এড়ায়নি। তিনি লেখেন, 'আসলে এসআরের অর্থ সুইট অ্যান্ড রেসপেক্টেড। তবে ২৫ জানুয়ারি থেকে আমি তোমাকে পাঠান বলে ডাকব। কী সৃজনশীল আমি। তাই না?'
advertisement
২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'পাঠান'। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন-থ্রিলারে শাহরুখ এবং দীপিকার সঙ্গে অভিনয় করবে জন আব্রাহাম। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখের নাম পাল্টে দিলেন আলিয়া! নেপথ্যে রয়েছে বিশেষ কারণ, জানেন কী
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement