ঐন্দ্রিলাকে নিয়ে আর লিখবেন না, কলম ছাড়ার জন্যেই কি তবে সব্য সরে গেলেন ফেসবুক থেকে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Aindrila Sharma death-sabyasachi chowdhury: ফেসবুকে আর লিখবেন না সব্যসাচী। এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ ব্যাখ্যা করে সৌরভ বললেন, "ঐন্দ্রিলা ওর লেখা খুব ভালবাসত। ওকে লেখার জন্য উৎসাহিত করত। ওর চলে যাওয়ার পর সব্য আর কিছু লিখতে চায় না।"
#কলকাতা: ঐন্দ্রিলা শর্মার চলে যাওয়ার আগেই একাধিক পোস্ট মুছে দিয়েছিলেন সব্যসাচী চৌধুরী। এবারে ফেসবুক প্রোফাইল উড়িয়ে দিলেন প্রয়াত অভিনেত্রীর সঙ্গী। শোকস্তব্ধ প্রেমিক আর সোশ্যাল মিডিয়ায় দেখা দেবেন না। আর কলম ধরবেন না ঐন্দ্রিলাকে নিয়ে। কলমই ছেড়ে দিলেন তিনি।
তাঁকে একা ছেড়ে গিয়েছেন ঐন্দ্রিলা। যেই মানুষটা তাঁর লেখা সবথেকে বেশি ভালবাসত, সেই তো আর নেই, তাই কলম ছাড়ার সিদ্ধান্ত সব্যসাচীর।
advertisement
ফেসবুকে সব্যসাচী আর নেই। কিন্তু তিনি ঐন্দ্রিলার সঙ্গী হিসেবে আছেন। অভিনেতা সৌরভ দাস নিউজ18 বাংলাকে বলেছেন, "সব্যর কী অবস্থা, সেটা আশা করি সকলেই বুঝতে পারছেন। হাসপাতালের লিফ্টের এক কোণে বসে আছে ও। ফেসবুক কী ভাবে বন্ধ করতে হয়, সেটা আমার থেকে জেনে নিল।"
advertisement
ফেসবুকে আর লিখবেন না সব্যসাচী। এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ ব্যাখ্যা করে সৌরভ বললেন, "ঐন্দ্রিলা ওর লেখা খুব ভালবাসত। ওকে লেখার জন্য উৎসাহিত করত। ওর চলে যাওয়ার পর সব্য আর কিছু লিখতে চায় না।"
advertisement
রবিবার দুপুর ১২.৫৯-এ শেষ নিশ্বাস ঐন্দ্রিলা। সকালেই পরিবারকে ডেকে পাঠিয়েছিল হাসপাতাল থেকে। এবার 'জিয়নকাঠি'র শেষ যাত্রার পালা। সৌরভ নিউজ18 বাংলাকে জানিয়েছেন, রবিবার বিকেল ৪টে নাগাদ হাসপাতাল থেকে বেরিয়েছে সকলে। ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হবে তাঁর কলকাতার আবাসনে। সেখান থেকে অভিনেত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিয়োতে। তার পর সোজা ক্যাওড়াতলা। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার।
advertisement
শ্যুটের কারণে আপাতত সৌরভ বিদেশে। কিন্তু তিনি সব্যসাচীর পাশে রয়েছেন সর্বক্ষণ।
Location :
First Published :
November 20, 2022 4:50 PM IST