Sabyasachi Chakraborty: '...জায়গা ছেড়ে দেওয়া উচিত', অভিনয় জগৎ থেকে কেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত 'ফেলুদা'র
- Published by:Sanchari Kar
Last Updated:
Sabyasachi Chakraborty: তিন দশক ধরে অভিনয় করছেন সব্যসাচী। সুদীর্ঘ কেরিয়ারে অসংখ্য সফল ছবি এসেছে তাঁর ঝুলিতে।
মুম্বই: অভিনয় থেকে অবসর নিতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী। গত সোমবার থেকে এই খবর নিয়ে চর্চা টালিগঞ্জ জুড়ে। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?
গত শনিবার অর্থাৎ ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী ছবি ছিল ফাখরুল আরেফিন খান পরিচালিত 'জেকে ১৯৭১'। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন সব্যসাচী। ছবির প্রদর্শনে থাকার জন্য বাংলাদেশ গিয়েছিলেন সব্যসাচী।
advertisement
advertisement
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
সেখানে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। সব্যসাচী বলেন, "আমি আর অভিনয় করতে চাই না। আমার বয়স হয়েছে। এ বার নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত।"
advertisement
তিন দশক ধরে অভিনয় করছেন সব্যসাচী। সুদীর্ঘ কেরিয়ারে অসংখ্য সফল ছবি এসেছে তাঁর ঝুলিতে। সম্প্রতি মধুর ভাণ্ডারকার পরিচালিত 'বাবলি বাউন্সার'-এ দেখা যায় তাঁকে। এ ছাড়াও শুভ্রজিৎ মৈত্র পরিচালিত 'অভিযাত্রিক'-এও অভিনয় করেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2023 5:59 PM IST