Ramayan| রামায়ণে এই এপিসোডগুলি কেটে দিয়েছে দূরদর্শন? অভিযোগে সরব দর্শকরা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
ট্যুইটারে এই নিয়ে তর্ক-বিতর্ক তুঙ্গে৷ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন অনেকে, রামায়ণের অনেক সিন কেটে দেওয়া হচ্ছে বলে৷ দর্শকদের এই অভিযোগের জবাব দিলেন প্রসার ভারতীর সিইও শশী শেখর৷
#নয়াদিল্লি: লকডাউনে বিনোদনের জন্য দূরদর্শনে ফের শুরু হয়েছে রামায়ণ৷ গত কয়েক সপ্তাহ ধরেই রামায়ণের দৌলতে দূরদর্শনের টিআরপি বেড়েছে৷ দর্শক সংখ্যাও বেড়েছে কয়েক গুণ৷ কিন্তু বহু দর্শক অভিযোগ করছেন, রামায়ণের অনেক এপিসোড কেটে দিয়ে ছোট করে সম্প্রচার করছে দূরদর্শন৷
@shashidigital Sir why important events like Ahiravan and Diksha by Ravan to Laxman cut down.... feel disappointed
— Swapnil Arora (@Swapnil2371) April 18, 2020
advertisement
ট্যুইটারে এই নিয়ে তর্ক-বিতর্ক তুঙ্গে৷ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন অনেকে, রামায়ণের অনেক সিন কেটে দেওয়া হচ্ছে বলে৷ দর্শকদের এই অভিযোগের জবাব দিলেন প্রসার ভারতীর সিইও শশী শেখর৷ প্রসার ভারতীর সিইও-কে অনেকে সরাসরি ট্যাগ করে জিগ্গেস করেছেন, রামায়ণের বেশি কিছু গুরুত্বপূর্ণ এপিসোড কাটা হয়েছে কেন?
advertisement
There have been no cuts, they were not part of the original production.
— Shashi Shekhar (@shashidigital) April 18, 2020
এক ট্যুইটার ইউজারের অভিযোগ, রাবণের একভাই অহীরাবণ, দীক্ষার পর্বটা কেন বাদ গেল? প্রসার ভারতীর সিইও এই যাবতীয় অভিযোগের উত্তরে বলেছেন, 'কোনও পর্ব কাটা হয়নি৷ ওইগুলি মূল প্রোডাকশনের অংশ ছিল না৷'
advertisement
There have been no cuts, they were not part of the original production.
— Shashi Shekhar (@shashidigital) April 18, 2020
একজন ট্যুইটার ইউজার তো একেবারে তালিকা করে দেখিয়ে দিয়েছেন, কোন কোন অংশ কাটা হচ্ছে৷ তাঁর তালিকায় রয়েছে,সীতার স্বয়ম্বরে রাবণের না আসা, অহীরাবণের না যাওয়া, লক্ষ্মণকে রাবণের বিদ্যা দান, ঊর্মিলা ও লক্ষ্মণের মিলন ইত্যাদি৷ আরেক ট্যুইটার ইউজার লিখেছেন, ভরত-কৈকেয়ী মিলন, অহীরাবণ বধ, রামের অযোধ্যায় অভ্যর্থনা-- এই সব এপিসোডগুলিই কেটে দেওয়া হয়েছে৷
advertisement
The beauty of our epics are the many stories, side-stories and interpretations. Not every nuance can possibly make it into a single television script but perhaps leaves the door open for future productions https://t.co/od8HaoBANs
— Shashi Shekhar (@shashidigital) April 18, 2020
advertisement
প্রসার ভারতীর সিইও জবাবে জানিয়েছেন, 'আমাদের মহাকাব্যগুলির সৌন্দর্য হল, তাতে অনেক পার্শ্বগল্প ও টিকা রয়েছে৷ সেখানে আলাদা করে অনেক গল্প তৈরি হয়েছে৷ একটি একক টিভি স্ক্রিপ্টে সবটা দেখানো সম্ভব নয়৷ তবে ভবিষ্যতের প্রডাকশনের জন্য দরজা খোলা রয়েছে৷'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 20, 2020 12:58 PM IST