কলকাতা : শুরু হল পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের ছবি "বিনোদিনী একটি নটীর উপাখ্যান"এর শুটিং। এর আগেই ছবির একটি টিজার সামনে এসেছিল যেখানে চৈতন্য ভাবে ও রূপে রুক্মিণী মৈত্রকে দর্শকরা দেখতে পেয়েছিলেন। তখনই পরিষ্কার হয়ে যায়, রামকমলের বিনোদিনী হতে চলেছেন রুক্মিণী। নটী বিনোদিনীর সাজে রুক্মিণীর লুক ও প্রকাশ্যে এল। যেখানে ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে নটী বিনোদিনী যেমন চেহারা উঠে আসে, ঠিক সেরকমই এক সাবেকি লুক।
নতুন যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে রুক্মিণীকে দেখা যাচ্ছে লাল পেড়ে নীল রংয়ের মিনের কাজের বেনারসি পরনে।তার সঙ্গে মানানসই গলায় ললন্তিকা বা লম্বা হার। কানে টানা ঝুমকো। হাতে চুর-বালা এবং গোল পাশা আংটি। তার সঙ্গে সামঞ্জস্য রেখে সাবেকি কেশসজ্জা। রুক্মিণীর এই লুকসেটে সাহায্য করেছে ডিজাইনার শুচিস্মিতা দাশগুপ্ত। আর চুলে সাবেকিয়ানা এনেছেন হেয়ার এক্সপার্ট মৌসুমী ছেত্রী। মেকআপের দায়িত্বে বিথীকা বেনিয়া।
সব মিলিয়ে পুরনো সাদাকালো নথিতে যেমন বিনোদিনী দাসীর ছবি দেখতে পাওয়া যায় ঠিক সেরকমই রূপ দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক রামকমল। কারণ, পিরিয়ড ছবিতে লুক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা রামকমল নিজেও মানেন। রুক্মিণীও তাঁর এই লুক দেখে একপ্রকার মন্ত্রমুগ্ধ। এই লুকটি আনতে প্রায় চার ঘন্টা সময় লেগেছে। সচরাচর দর্শকরা রুক্মিণীকে যেভাবে পর্দায় দেখে এসেছে তার থেকে একেবারে বিপরীত নটী বিনোদিনীর এই লুক।
আরও পড়ুন : শরীরে একাধিক ফ্র্যাকচার নিয়ে শয্যাশায়ী কনে, হাসপাতালে এসে বিয়ে করলেন বর
রুক্মিণী নিজেও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন যে, বিনোদিনীর চরিত্রে অভিনয় তাঁর জীবনের অন্যতম কঠিন কাজ। এই ছবির জন্য বেশ কিছুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন তিনি। নাচের তালিম নিচ্ছেন। এমনকি সুদীপ্তা চক্রবর্তীর কাছে অভিনয়ের ওয়ার্কশপও করছেন। পর্দায় বিনোদিনী দাসীকে ফুটিয়ে তুলতে কোনওরকম ফাঁক রাখতে চাইছেন না অভিনেত্রী।
সোমবার থেকে শুটিং শুরু হয়ে গিয়েছে। ক্যামেরার সামনে শট দিচ্ছেন বিনোদিনী রুক্মিণী। এছাড়া "বিনোদিনী একটি নটীর উপাখ্যান" এ গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। রাহুল বসুকে দেখা যাবে রাঙাবাবুর চরিত্রে।মীরকে দেখা যাবে গুর্মুখ রায় রূপে। অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষকে গঙ্গাবাঈ-এর ভূমিকায় দেখতে পাবেন দর্শকরা। ওম সাহানিও রয়েছেন ছবিতে কুমার বাহাদুর হিসেবে।
রুক্মিণীর বিনোদিনী লুক দেখে তার ভক্ত ও অনুরাগীরা যেমন মুগ্ধ হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রশংসাও হয়েছে। তেমনই কেউ কেউ কটাক্ষ করতে ছাড়েননি। এ- বার রুক্মিণীকে তিলে তিলে বিনোদিনী দাসী হয়ে নিজেকে পর্দায় প্রমাণ করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Binodini Dasi, Rukimini Maitra