Pregnant Actress Rubina Dilaik: প্রেগন্যান্ট অভিনেত্রী, বীভৎস পথ দুর্ঘটনার মুখোমুখি, তারপর...

Last Updated:

প্রেগন্যান্সির প্রথম ট্রাইমেস্টারের সময় ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন রুবিনা। গর্ভবস্থায় একেবারে জীবন-মরণ লড়াই চলেছে তাঁদের৷ সঙ্গে চলেছে মানসিক চাপ৷ শীঘ্রই যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।

মুম্বই: জমজ সন্তানের জন্ম দিতে চলেছেন রুবিনা দিলায়েক৷ গর্ভাবস্থার কথা নিজেই জানিয়েছিলেন। কিন্তু তাঁর গর্ভবস্থার সময়টা মোটেও স্বস্তিকর ছিল না৷ অভিনেত্রী পড়েছিলেন ভয়ঙ্কর বিপদে৷ মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। তাঁর সেই অভিজ্ঞতা শুনলে গায়ে কাঁটা দেবে৷ শুনুন সেই কাহিনি৷
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলায়েক সন্তানসম্ভবা। কিন্তু এই সময়টা মোটেই খুব আরামের বা নিশ্চিন্ত ছিল না৷ রুবিনা দিলায়েক এবং তাঁর স্বামী অভিনব শুক্লা এই নতুন জার্নির জন্য নিজেদের তৈরি করেছিলেন৷ সেপ্টেম্বর মাসে তাঁদের গুড নিউজ সকলের সঙ্গে ভাগ করে নেন তারকা দম্পতি৷ তাঁরা জানান যে যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন তাঁরা৷ তবে তারপরই নেমে আসে অন্ধকার সময়৷
advertisement
advertisement
প্রেগন্যান্সির প্রথম ট্রাইমেস্টারের সময় ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তাঁরা। গর্ভবস্থায় একেবারে জীবন-মরণ লড়াই চলেছে তাঁদের৷ সঙ্গে চলেছে মানসিক চাপ৷ শীঘ্রই যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।
advertisement
রুবিনা বলেন যে প্রেগন্যান্সির ৩ মাস পর তিনি বুঝতে পারেন যে তাঁর শরীরের মধ্যে আরও একটি প্রাণ বেড়ে উঠছে৷ তবে একটি প্রাণ নয়, দু’দুটি প্রাণ বেড়ে উঠছে তাঁর মধ্যে৷ অর্থাৎ তিনি জমজ সন্তানের জন্ম দিতে চলেছেন৷ স্বাভাবিকভাবেই তাঁর খুশিও দ্বিগুণ হয়ে যায়৷ কিন্তু তখনও তাঁদের ধারণা ছিল না যে আগামী দিনে কী হতে চলেছে৷
advertisement
আরও পড়ুন কাউকে জানতে দেননি নিজের পরিচয়, সবটা গোপন রেখে কাজ, ৩৮ বছরে বিয়ে করেন অভিনেত্রী
এরপরই সেই বীভৎস সময় আসে তাঁদের জীবনে৷ একদিন বাড়ি ফেরার পথে দুর্ঘটনার সম্মুখীন হন৷ তাঁর গাড়ির মুখোমুখি একটি ট্রাক এসে ধাক্কা মারে। প্রেগন্যান্সির শুরু সময় এমন দুর্ঘটনায় খুবই বিপদে পড়েন তিনি। গাড়ির সামনের দিকে একেবারে মুখ থুবড়েন রুবিনা৷ এতটা ভয়াবহ ছিল সেই সময় যে সেইদিনের কথা তাঁর মনে পড়লেই শিউড়ে ওঠেন তাঁরা৷ কারণ তখন শুধুমাত্র তিনি নয়, তাঁর মধ্যে দু’দুটো প্রাণ বড় হচ্ছিল৷
advertisement
advertisement
বিগ বসের ঘর থেকে বাড়ে রুবিনা দিলায়েকের জনপ্রিয়তা৷ তিনি বিগ বস জয়ী হন৷ আপাতত তিনি সুস্থ রয়েছেন, দিন গুনছেন ,সন্তান জন্মের৷
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pregnant Actress Rubina Dilaik: প্রেগন্যান্ট অভিনেত্রী, বীভৎস পথ দুর্ঘটনার মুখোমুখি, তারপর...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement