Pregnant Actress Rubina Dilaik: প্রেগন্যান্ট অভিনেত্রী, বীভৎস পথ দুর্ঘটনার মুখোমুখি, তারপর...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
প্রেগন্যান্সির প্রথম ট্রাইমেস্টারের সময় ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন রুবিনা। গর্ভবস্থায় একেবারে জীবন-মরণ লড়াই চলেছে তাঁদের৷ সঙ্গে চলেছে মানসিক চাপ৷ শীঘ্রই যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।
মুম্বই: জমজ সন্তানের জন্ম দিতে চলেছেন রুবিনা দিলায়েক৷ গর্ভাবস্থার কথা নিজেই জানিয়েছিলেন। কিন্তু তাঁর গর্ভবস্থার সময়টা মোটেও স্বস্তিকর ছিল না৷ অভিনেত্রী পড়েছিলেন ভয়ঙ্কর বিপদে৷ মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। তাঁর সেই অভিজ্ঞতা শুনলে গায়ে কাঁটা দেবে৷ শুনুন সেই কাহিনি৷
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলায়েক সন্তানসম্ভবা। কিন্তু এই সময়টা মোটেই খুব আরামের বা নিশ্চিন্ত ছিল না৷ রুবিনা দিলায়েক এবং তাঁর স্বামী অভিনব শুক্লা এই নতুন জার্নির জন্য নিজেদের তৈরি করেছিলেন৷ সেপ্টেম্বর মাসে তাঁদের গুড নিউজ সকলের সঙ্গে ভাগ করে নেন তারকা দম্পতি৷ তাঁরা জানান যে যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন তাঁরা৷ তবে তারপরই নেমে আসে অন্ধকার সময়৷
advertisement
advertisement
প্রেগন্যান্সির প্রথম ট্রাইমেস্টারের সময় ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তাঁরা। গর্ভবস্থায় একেবারে জীবন-মরণ লড়াই চলেছে তাঁদের৷ সঙ্গে চলেছে মানসিক চাপ৷ শীঘ্রই যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।
advertisement
রুবিনা বলেন যে প্রেগন্যান্সির ৩ মাস পর তিনি বুঝতে পারেন যে তাঁর শরীরের মধ্যে আরও একটি প্রাণ বেড়ে উঠছে৷ তবে একটি প্রাণ নয়, দু’দুটি প্রাণ বেড়ে উঠছে তাঁর মধ্যে৷ অর্থাৎ তিনি জমজ সন্তানের জন্ম দিতে চলেছেন৷ স্বাভাবিকভাবেই তাঁর খুশিও দ্বিগুণ হয়ে যায়৷ কিন্তু তখনও তাঁদের ধারণা ছিল না যে আগামী দিনে কী হতে চলেছে৷
advertisement
আরও পড়ুন কাউকে জানতে দেননি নিজের পরিচয়, সবটা গোপন রেখে কাজ, ৩৮ বছরে বিয়ে করেন অভিনেত্রী
এরপরই সেই বীভৎস সময় আসে তাঁদের জীবনে৷ একদিন বাড়ি ফেরার পথে দুর্ঘটনার সম্মুখীন হন৷ তাঁর গাড়ির মুখোমুখি একটি ট্রাক এসে ধাক্কা মারে। প্রেগন্যান্সির শুরু সময় এমন দুর্ঘটনায় খুবই বিপদে পড়েন তিনি। গাড়ির সামনের দিকে একেবারে মুখ থুবড়েন রুবিনা৷ এতটা ভয়াবহ ছিল সেই সময় যে সেইদিনের কথা তাঁর মনে পড়লেই শিউড়ে ওঠেন তাঁরা৷ কারণ তখন শুধুমাত্র তিনি নয়, তাঁর মধ্যে দু’দুটো প্রাণ বড় হচ্ছিল৷
advertisement
advertisement
বিগ বসের ঘর থেকে বাড়ে রুবিনা দিলায়েকের জনপ্রিয়তা৷ তিনি বিগ বস জয়ী হন৷ আপাতত তিনি সুস্থ রয়েছেন, দিন গুনছেন ,সন্তান জন্মের৷
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 7:24 PM IST