কাউকে জানতে দেননি নিজের পরিচয়, সবটা গোপন রেখে কাজ, ৩৮ বছরে বিয়ে করেন অভিনেত্রী

Last Updated:
২০০৩সালে, 'জাস্সি যাইসি কোন নাহি' খুবই জনপ্রিয় ধারাবাহিক। অনুষ্ঠানটি ছিল কলম্বিয়ান নাটক 'ইয়ো সোয়ে বেটি, লা ফিয়া'-এর একটি রূপান্তর। এর মাধ্যমে অভিনেত্রী মোনা সিং অভিনয় জগতে প্রবেশ করেন।
1/7
বছরের পর বছর ধরে, দর্শকরা জাস্সির আসল পরিচয় সম্পর্কে অবগত ছিলেন না, অর্থাৎ 'জাস্সি জাইসি কোই নেহি'-এর অভিনেত্রী মোনা সিং। নির্মাতারা অভিনেত্রীর পরিচয় লুকানোর জন্য সম্ভাব্য সব কৌশলের চেষ্টা করেছিলেন এবং তারা এতে সফল হয়েছিল।
বছরের পর বছর ধরে, দর্শকরা জাস্সির আসল পরিচয় সম্পর্কে অবগত ছিলেন না, অর্থাৎ 'জাস্সি জাইসি কোই নেহি'-এর অভিনেত্রী মোনা সিং। নির্মাতারা অভিনেত্রীর পরিচয় লুকানোর জন্য সম্ভাব্য সব কৌশলের চেষ্টা করেছিলেন এবং তারা এতে সফল হয়েছিল।
advertisement
2/7
'জাস্সি' চরিত্রে আসতে মোনা সিংকে বাস্তব জীবনে অনেক পরিবর্তন আনতে হয়েছিল। নির্মাতারা অভিনেত্রীর সামনে একটি শর্ত রেখেছিলেন যে শোটি শেষ না হওয়া পর্যন্ত তিনি থ্রেডিং, ওয়াক্সিং বা কিছু করতে পারবেন না এবং মোনা সমস্ত শর্ত মেনে নিয়ে ৩ বছর ধরে জাস্সির চরিত্রে অভিনয় করেছিলেন।
'জাস্সি' চরিত্রে আসতে মোনা সিংকে বাস্তব জীবনে অনেক পরিবর্তন আনতে হয়েছিল। নির্মাতারা অভিনেত্রীর সামনে একটি শর্ত রেখেছিলেন যে শোটি শেষ না হওয়া পর্যন্ত তিনি থ্রেডিং, ওয়াক্সিং বা কিছু করতে পারবেন না এবং মোনা সমস্ত শর্ত মেনে নিয়ে ৩ বছর ধরে জাস্সির চরিত্রে অভিনয় করেছিলেন।
advertisement
3/7
'জাস্সি জইসি কোই নেহি' সিরিয়াল শেষ হওয়ার পর এই অভিনেত্রীকে 'রাধা কি বেটিয়া...', 'কেয়া হুয়া তেরা ভাদা' এবং 'পেয়ার কো হো জানে দো'-এর মতো সিরিয়ালে দেখা গিয়েছে। তবে, ২০১৬ সাল থেকে মোনা সিং টিভি থেকে দূরে ছিলেন।
'জাস্সি জইসি কোই নেহি' সিরিয়াল শেষ হওয়ার পর এই অভিনেত্রীকে 'রাধা কি বেটিয়া...', 'কেয়া হুয়া তেরা ভাদা' এবং 'পেয়ার কো হো জানে দো'-এর মতো সিরিয়ালে দেখা গিয়েছে। তবে, ২০১৬ সাল থেকে মোনা সিং টিভি থেকে দূরে ছিলেন।
advertisement
4/7
টিভি থেকে দূরে থাকার পর অনেক ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী। ২০০৯ সালে 'থ্রি ইডিয়টস'-এর মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি । এই ছবিতে আমির খানের ভগ্নিপতির ভূমিকায় দেখা গিয়েছিল মোনা সিংকে
টিভি থেকে দূরে থাকার পর অনেক ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী। ২০০৯ সালে 'থ্রি ইডিয়টস'-এর মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি । এই ছবিতে আমির খানের ভগ্নিপতির ভূমিকায় দেখা গিয়েছিল মোনা সিংকে
advertisement
5/7
গত বছর এই অভিনেত্রীকে আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিতে, তিনি আমিরের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এই চরিত্রের জন্য তিনি দর্শকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছিলেন৷
গত বছর এই অভিনেত্রীকে আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিতে, তিনি আমিরের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এই চরিত্রের জন্য তিনি দর্শকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছিলেন৷
advertisement
6/7
টিভি এবং ছবিতে তাঁর নিজের ছাপ ফেলার পর, মোনা সিং এখন ওটিটিতে সক্রিয়। অনেক জনপ্রিয় ওয়েব সিরিজে তাঁকে দেখা যাচ্ছে৷  এ বছর তাঁকে ‘কাফাস’, ‘মেড ইন হেভেন’ এবং ‘কালা পানি’-এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছে।
টিভি এবং ছবিতে তাঁর নিজের ছাপ ফেলার পর, মোনা সিং এখন ওটিটিতে সক্রিয়। অনেক জনপ্রিয় ওয়েব সিরিজে তাঁকে দেখা যাচ্ছে৷ এ বছর তাঁকে ‘কাফাস’, ‘মেড ইন হেভেন’ এবং ‘কালা পানি’-এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছে।
advertisement
7/7
২০১৯ সালে পরিচালক শ্যাম রাজাগোপালানকে বিয়ে করেন মোনা সিং৷ শিখ মতে তাঁদের বিয়ে হয়৷
২০১৯ সালে পরিচালক শ্যাম রাজাগোপালানকে বিয়ে করেন মোনা সিং৷ শিখ মতে তাঁদের বিয়ে হয়৷
advertisement
advertisement
advertisement