Amitabh Bachchan Property: প্রায় ৩০০০ কোটির মালিক অমিতাভ বচ্চন, উত্তরাধিকারি কে?

Last Updated:

মেয়ে ইতিমধ্যেই পেয়েছেন বাংলো, এবার আর কে কী পাবেন?

মুম্বই: অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ ৩১৯০কোটি টাকা। তাঁর বিলাসবহুল বাংলো জলসারই মূল্য ১১২ কোটি টাকা। এ ছাড়া জনক ও বৎস-এর মতো বাংলোরও মালিক তিনি৷
বলিউড শাহেনশাহ অর্থাৎ অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ কোটি কোটি টাকা। সম্প্রতি তিনি তাঁর জুহুর প্রতিক্ষা বাংলোটি তাঁর মেয়ে শ্বেতাকে উপহার দিয়েছেন। ১৫৬৪ বর্গ মিটার এলাকায় জুড়ে এই বাংলোর দাম বর্তমানে ৫০ কোটি টাকা বলে জানা গিয়েছে।
আরও পড়ুনকাউকে জানতে দেননি নিজের পরিচয়, সবটা গোপন রেখে কাজ, ৩৮ বছরে বিয়ে করেন অভিনেত্রী
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ ৩,১৯০ কোটি টাকার। তাঁর বিলাসবহুল বাংলো জলসারই মূল্য ১১২ কোটি টাকা। এ ছাড়া জনক ও বৎস-এর মতো বাংলোও রয়েছে তাঁর। Bentley Continental GT, Range Rover Autobiography, Rolls Royce Phantom, Lexus LX570 এবং Audi A8L-এর মতো বিলাসবহুল গাড়ি ছাড়াও, বিগ বি একটি ব্যক্তিগত জেটের মালিকও যার মূল্য প্রায় ২৬০কোটি টাকা।
advertisement
advertisement
কে পাবেন অমিতাভ বচ্চনের এই সম্পত্তি? বিগ বি-র সম্পত্তির একক উত্তরাধিকারী তাঁর ছেলে অভিষেক বচ্চন নন! মেয়েকে বাংলো গিফ্ট করার পর সকলের মনে প্রশ্ন জাগছে যে এবার যা রয়েছে সবই কি অভিষেকের? এটা যে আদৌ ঘটবে না তা নিশ্চিত করেছেন অমিতাভ বচ্চন নিজেই।
advertisement
তাঁর রিয়েলিটি শো কেবিসি-তে অমিতাভ বচ্চন স্পষ্টভাবে বলেছিলেন যে অভিষেক বচ্চন তার সম্পূর্ণ সম্পত্তি পাবেন না।
বিগ বি-র সম্পত্তি ছেলে অভিষেক এবং মেয়ে শ্বেতার মধ্যে সমানভাবে ভাগ করা হবে।
অমিতাভ বচ্চন অনেক আগেই নিজের সম্পত্তি নিয়ে সব জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। একটি শো চলাকালীন বিগ বি বলেছিলেন, ‘যখন আমরা আর থাকব না, আমাদের যা কিছু সম্পত্তি থাকবে তা আমাদের সন্তানদের হবে। আমাদের এক ছেলে ও এক মেয়ে। উভয়ের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachchan Property: প্রায় ৩০০০ কোটির মালিক অমিতাভ বচ্চন, উত্তরাধিকারি কে?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement