Death News: সাত সকালে দুঃসংবাদ! প্রয়াত RRR ছবির সিনেমাটোগ্রাফারের স্ত্রী... শোকের ছায়া বিনোদন দুনিয়ায়
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
তাঁর মৃত্যুতে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত না হলেও রুহি ছিলেন সবার প্রিয়।
প্রয়াত দক্ষিণী চলচ্চিত্রে খ্যাতিমান সিনেমাটোগ্রাফার সেন্থিল কুমারের স্ত্রী। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার মারা গিয়েছেন তিনি। সূত্রের, খবর পেশায় যোগব্যায়াম প্রশিক্ষক রুহি গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। সেকেন্দ্রাবাদের KIMS হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কিছুদিন। মাল্টিপল অর্গান ফেইলিউরের কারণে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত না হলেও রুহি ছিলেন সবার প্রিয়।
ভক্তরা রুহির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তাঁর কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তাঁকে দক্ষিণ সুপারস্টার প্রভাস এবং আনুশকা শেঠির সঙ্গে দেখা গিয়েছে। রুহি পেশায় একজন যোগ প্রশিক্ষক ছিলেন। তিনি ইলিয়ানা-ডি-ক্রুজ, প্রভাস এবং অনুষ্কা শেঠির সঙ্গে কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় ছিলেন রুহি।
advertisement
advertisement
প্রসঙ্গত হত বছরেই প্রয়াত হন ‘আরআরআর’ খ্যাত তারকা রে স্টিভেনসন। উত্তর আয়ারল্যান্ডে জন্ম বর্ষীয়ান অভিনেতার। আন্তর্জাতিক ছবির জনপ্রিয় অভিনেতা অস্কারজয়ী ভারতীয় ছবিতে অভিনয় করার পর এ দেশেও খ্যাতি অর্জন করেছিলেন। ৫৮ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ স্টিভেনসনের।
advertisement
অভিনেতার মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। প্রয়াত অভিনেতার পুরো নাম গ্রেগরি রেমন্ড স্টিভেনসন। উত্তর আয়ারল্যান্ডে জন্ম তাঁর। ছোটবেলাতেই ইংল্যান্ডে চলে গিয়েছিলেন পরিবারের সঙ্গে। অস্কারজয়ী ভারতীয় ছবি ‘আরআরআর’-এ খলনায়ক স্কট বাক্সটনের ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন রে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 11:30 AM IST