Rohit Bal Passes Away: ফ্যাশন জগত-সহ গোটা বলিউডে শোকের ছায়া! প্রয়াত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বল
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Rohit Bal Passes Away: প্রয়াত ফ্যাশন ডিজাইনার রোহিত বলের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর!
মুম্বই: ফ্যাশন জগতে নেমে এল শোকের ছায়া! দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করে শেষ জয় হল না ডিজাইনার রোহিত বলের! মৃত্যু হল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বলের! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর! তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল।
গত ডিসেম্বর অর্থাৎ ২০২৩-এর ডিসেম্বর মাসে হৃদরোগের সমস্যায় আক্রান্ত হয়ে গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন! আইসিইউ-তে থেকে চিকিৎসা করাতে হয় তাঁকে! তবে এরপর তিনি ফের কাজে যোগদান করেন! তবে তখন থেকেই তাঁর চিকিৎসা চলছিল! মাত্র দুই সপ্তাহ আগেই বল ল্যাকমে ফ্যাশন উইকে তাঁর ফাইনাল কালেকশন নিয়ে শো করেন মুম্বইয়ে! ছিলেম অনন্যা পাণ্ডেও!
advertisement
রোহিত বল ফ্যাশন ডিজাইন অফ কাউন্সিলের একজন প্রতিষ্ঠাতা ও সদস্য ছিলেন! ঐতিহ্যবাহী নকশাকে আধুনিক সংবেদনশীলতার সঙ্গে মিলিয়ে কাজ করার জন্য তিনি পরিচিত, বলের কাজ ভারতীয় ফ্যাশনকে পুনঃসংজ্ঞায়িত করেছে এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাঁর শিল্পকলা, উদ্ভাবন এবং ভবিষ্যৎবাণী শৈলীর ঐতিহ্য ফ্যাশন জগতে জীবিত থাকবে। রোহিত বলকে ফ্যাশন জগতে ‘গুড্ডা’ নামেও চেনে অনেকে!
advertisement
advertisement
তাঁর ফ্যাশন নারী ও পুরুষের জন্য সমানভাবে জনপ্রিয় ছিল! তিনি ১৯৮৬ সালে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কেরিয়ার শুরু করেন! সে সময় তাঁর ভাইকে সঙ্গে নিয়ে অর্কিড ওভারসি প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠা করেন। তবে ১৯৯০ থেকে স্বাধীনভাবে কাজ শুরু করেন তিনি! তারপরেই জনপ্রিয়তার শিখড়ে পৌছে যান রোহিত বল! তাঁর এই প্রয়ানে গোটা বলিউডেও নেমেছে শোকের ছায়া!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2024 10:19 PM IST