কলকাতা: বাবাকে হারালেন অভিনেতা রোহন ভট্টাচার্য, জনপ্রিয় ধারাবাহিকের ‘দীপু’ ৷ সামাজিক মাধ্যমে এক মর্মস্পর্শী পোস্টে জানালেন মনখারাপের খবর ৷ প্রথমেই তিনি বাবাকে বলেছেন, আবার দেখা হবে, তত দিন খুব ভাল থাকো ৷ তাঁদের জন্য বাবাকে চিন্তা করতেও নিষেধ করেছেন ৷ আশ্বাস দিয়েছেন, তিনি ভাল থাকবেন ৷ সব সামলে নেবেন ৷ মাকে খুব ভাল রাখবেন ৷
আবার যখন দেখা হবে বাবার সঙ্গে, তিনি কী কী করবেন? সে ইচ্ছেও প্রকাশ করেছেন রোহন ৷ লিখেছেন, তিনি তখন বাবাকে অনেক গান শোনাবেন ৷ বিশেষ করে বাবার প্রিয় গান, মহম্মদ রফির গান তো গাইবেনই ৷ আর শোনাবেন জমে থাকা অনেক গল্প ৷ তিনি একা শোনাবেন না ৷ বাবার কাছেও অনেক গল্প শুনবেন ৷ ছোটবেলা মতো রাতভর বাবার কাছে গল্প শোনার ইচ্ছে এখনই জানিয়ে রেখেছেন রোহন৷
অভিনেতার কথায়, ‘‘আমি তোমাকে কোনো দিন বলতে পারিনি বাপি, আজ বলছি, আমি খুব ভালোবাসি তোমাকে, খুব মিস করছি তোমাকে, যখনি ভাবছি তুমি আর ডাকবে না, আর বকবে না, আর বলবে না যে আমাকে নিয়ে তোমার চিন্তা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে ।’’
রোহন এই মুহূর্তে অভিনয় করছেন ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে ‘দীপু’-র ভূমিকায় ৷ এর আগে ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকে গোবিন্দর চরিত্রে রোহন প্রথম নজর কাড়েন দর্শকদের ৷ পাশাপাশি তিনি অভিনয় করেছেন ‘কলের বউ’ ধারাবাহিকেও ৷ ‘মন শুধু তোকে চায়’, ‘জামাইবরণ’, ‘ব্ল্যাকমেইল’, ‘বাজিকর’ ছবিতেও অভিনয় করেছেন৷
রোহন বাবাকে কথা দিয়েছেন তাঁর সব অপূর্ণ ইচ্ছে তিনি পূর্ণ করবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।