Riya Sen: ‘প্রথম থেকেই সেক্সি পরিচয়, সেই ভার নিতে পারিনি বলেই বলিউড থেকে সরে এসেছি’, আক্ষেপ মুনমুনকন্যার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
রিয়ার (Riya Sen Dev Verma )কথায়, অভিনয়জীবনের শুরু থেকেই তাঁর নামের পাশে বসে গিয়েছিল ‘সেক্স সিম্বল’ ৷ সেখান থেকে আর বার হতে পারেননি তিনি ৷ সেই চাপও আর বেশিদিন নিতে পারেননি
মুম্বই : বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন ষোড়শী অবস্থাতেই ৷ কিন্তু তার পর থমকে গিয়েছে টিনেসল টাউনে মুনমুনকন্যার উড়ান ৷ কেন? তাঁর কারণ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন রিয়া (Riya Sen Dev Verma) ৷ তাঁর কথায়, অভিনয়জীবনের শুরু থেকেই তাঁর নামের পাশে বসে গিয়েছিল ‘সেক্স সিম্বল’ ৷ সেখান থেকে আর বার হতে পারেননি তিনি ৷ সেই চাপও আর বেশিদিন নিতে পারেননি ৷ তাই সরে গিয়েছেন হিন্দি ছবি থেকে ৷ আক্ষেপের সুরে সংবাদমাধ্যমকে বলেছেন তিনি ৷
১৯৯৮ সালে ফাল্গুনী পাঠকের মিউজিক ভিডিয়ো ‘ইয়াদ পিয়া কি আনে লগি’-তে অভিনয় করে বিনোদন দুনিয়ায় যাত্রা শুরু রিয়ার ৷ কিন্তু এর পর থেকেই তিনি টাইপকাস্ট হয়ে পড়েন ৷ অভিযোগ রিয়ার ৷ ‘সেক্সি’ দেখাতে হবে, এটাই হয়ে ওঠে মূল শর্ত ৷ অভিযোগ, ইচ্ছের বিরুদ্ধে গিয়েও তিনি অপছন্দের মেক আপ করেছেন ৷ পরেছেন তাঁকে মানায় না এরকম পোশাকও ৷ যে ভূমিকায় অভিনয় করেছেন, সেগুলিও পছন্দসই ছিল না ৷ ফলে ভালভাবে কাজ করতে পারেননি ৷ খেদোক্তি রিয়ার ৷ তাই তাঁকে ‘বাজে অভিনেত্রী’ বললেও তিনি দর্শকদের দোষ দেন না ৷
advertisement
তবে রিয়ার কথায়, ‘সেক্সি’ বিশেষণ তিনি পেয়েছিলেন স্কুলজীবনেই ৷ পরবর্তীতে বলিউডে চুল কার্ল করে ঘণ্টার পর ঘণ্টা ধরে মেক আপ তিনি নিতে পারেননি ৷ তাই সরে গিয়েছেন ৷ কারণ সব ছবিতে মিনি স্কার্ট পরে গ্ল্যামারাস নায়িকা সাজা তাঁর পক্ষে সম্ভব ছিল না ৷ বলছেন সুচিত্রা দৌহিত্রী ৷
advertisement
‘স্টাইল’, ‘ঝঙ্কার বিটস’-এর মতো কিছু হিন্দি ছবিতে অভিনয়ের পর রিয়া মন দেন বাংলা ইন্ডাস্ট্রিতে ৷ কাজ করেন ‘নৌকাডুবি’, ‘জাতিস্মর’, ‘হিরো ৪২০’-সহ বেশ কিছু ছবিতে ৷
advertisement
পাশাপাশি রিয়া অভিনয় করেছেন দক্ষিণী ছবিতেও ৷ কিন্তু তাঁর কাছে সবথেকে প্রিয় তাঁর করা বাংলা ছবিগুলিই ৷ সেগুলিই তাঁকে পৌঁছে দিয়েছে দর্শকদের কাছাকাছি ৷ মনে করেন তিনি ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2021 6:47 PM IST