Riya Sen: ‘প্রথম থেকেই সেক্সি পরিচয়, সেই ভার নিতে পারিনি বলেই বলিউড থেকে সরে এসেছি’, আক্ষেপ মুনমুনকন্যার

Last Updated:

রিয়ার (Riya Sen Dev Verma )কথায়, অভিনয়জীবনের শুরু থেকেই তাঁর নামের পাশে বসে গিয়েছিল ‘সেক্স সিম্বল’ ৷ সেখান থেকে আর বার হতে পারেননি তিনি ৷ সেই চাপও আর বেশিদিন নিতে পারেননি

মুম্বই : বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন ষোড়শী অবস্থাতেই ৷ কিন্তু তার পর থমকে গিয়েছে টিনেসল টাউনে মুনমুনকন্যার উড়ান ৷ কেন? তাঁর কারণ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন রিয়া (Riya Sen Dev Verma) ৷ তাঁর কথায়, অভিনয়জীবনের শুরু থেকেই তাঁর নামের পাশে বসে গিয়েছিল ‘সেক্স সিম্বল’ ৷ সেখান থেকে আর বার হতে পারেননি তিনি ৷ সেই চাপও আর বেশিদিন নিতে পারেননি ৷ তাই সরে গিয়েছেন হিন্দি ছবি থেকে ৷ আক্ষেপের সুরে সংবাদমাধ্যমকে বলেছেন তিনি ৷
১৯৯৮ সালে ফাল্গুনী পাঠকের মিউজিক ভিডিয়ো ‘ইয়াদ পিয়া কি আনে লগি’-তে অভিনয় করে বিনোদন দুনিয়ায় যাত্রা শুরু রিয়ার ৷ কিন্তু এর পর থেকেই তিনি টাইপকাস্ট হয়ে পড়েন ৷ অভিযোগ রিয়ার ৷ ‘সেক্সি’ দেখাতে হবে, এটাই হয়ে ওঠে মূল শর্ত ৷ অভিযোগ, ইচ্ছের বিরুদ্ধে গিয়েও তিনি অপছন্দের মেক আপ করেছেন ৷ পরেছেন তাঁকে মানায় না এরকম পোশাকও ৷ যে ভূমিকায় অভিনয় করেছেন, সেগুলিও পছন্দসই ছিল না ৷ ফলে ভালভাবে কাজ করতে পারেননি ৷ খেদোক্তি রিয়ার ৷ তাই তাঁকে ‘বাজে অভিনেত্রী’ বললেও তিনি দর্শকদের দোষ দেন না ৷
advertisement
তবে রিয়ার কথায়, ‘সেক্সি’ বিশেষণ তিনি পেয়েছিলেন স্কুলজীবনেই ৷ পরবর্তীতে বলিউডে চুল কার্ল করে ঘণ্টার পর ঘণ্টা ধরে মেক আপ তিনি নিতে পারেননি ৷ তাই সরে গিয়েছেন ৷ কারণ সব ছবিতে মিনি স্কার্ট পরে গ্ল্যামারাস নায়িকা সাজা তাঁর পক্ষে সম্ভব ছিল না ৷ বলছেন সুচিত্রা দৌহিত্রী ৷
advertisement
‘স্টাইল’, ‘ঝঙ্কার বিটস’-এর মতো কিছু হিন্দি ছবিতে অভিনয়ের পর রিয়া মন দেন বাংলা ইন্ডাস্ট্রিতে ৷ কাজ  করেন ‘নৌকাডুবি’, ‘জাতিস্মর’, ‘হিরো ৪২০’-সহ বেশ কিছু ছবিতে ৷
advertisement
পাশাপাশি রিয়া অভিনয় করেছেন দক্ষিণী ছবিতেও ৷ কিন্তু তাঁর কাছে সবথেকে প্রিয় তাঁর করা বাংলা ছবিগুলিই ৷ সেগুলিই তাঁকে পৌঁছে দিয়েছে দর্শকদের কাছাকাছি ৷ মনে করেন তিনি ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Riya Sen: ‘প্রথম থেকেই সেক্সি পরিচয়, সেই ভার নিতে পারিনি বলেই বলিউড থেকে সরে এসেছি’, আক্ষেপ মুনমুনকন্যার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement