গোয়ার নীল সমুদ্রসৈকতে বিকিনি নয়, শাড়িতে ধরা দিলেন ঋতাভরী, কারণ জানলে চমকে উঠবেন

Last Updated:

ritabhari chakraborty : গোয়ায় বিকিনিতে নয়, নীল শাড়িতে সমুদ্রসৈকতে ঋতাভরীর ছবি ঝড় তুলেছে নেটদুনিয়ায়

#গোয়া: গোয়ায় ঘুরছেন ঋতাভরী। তবে বিকিনিতে নয়, নীল শাড়িতে সমুদ্রসৈকতে অভিনেত্রীর ছবি ঝড় তুলেছে নেটদুনিয়ায়। কালো ব্রালেট ব্লাউজ, চোখে রোদচশমা, কানে স্টোনের দুল, এবং নীল সিফনের শাড়িতে সমুদ্রের ঢেউয়ের সামনে দাঁড়িয়ে অভিনেত্রী। এদিকে সেই ছবি নেটমাধ্যমে আসতেই কমেন্টের ঢেউ, আর সেখানেই এক ভক্ত কমেন্ট করে বসেন, "কলকাতায় থাকলে বিকিনি ছবি দাও, আর গোয়া তে গিয়ে শাড়ি (হাসির ইমোজি)"৷
advertisement
advertisement
এই নিয়ে দ্বিতীয়বার৷ গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। এই অনুষ্ঠানে মঞ্চ শেয়ার করেছেন বরুণ ধবন, সারা আলি খান, কার্তিক আরিয়ান এবং অন্যান্য বলিতারকাদের সঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই অনুষ্ঠানের ছবিও। বরুণের আগামী ছবির শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। এইবার একান্তে সমুদ্রসৈকতের ছবি৷ সেই মঞ্চেই নৃত্য পরিবেশন করেছিলেন অভিনেত্রী, তার ঝলকও দেখা গিয়েছে ইনস্টাগ্রামে৷
advertisement
ঋতাভরী সোশ্যাল মাধ্যমে বেশ অ্যাক্টিভ। বিশেষ করে ইনস্টাগ্রামে। মাঝে মধ্যেই নিজের বোল্ড ছবি শেয়ার করেন তিনি। ঋতাভরী বেড়াতে যেতেও খুব ভালবাসেন। মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় এদিক ওদিক ঘুরতে যেতে। ঋতাভরীর এই নতুন ছবি দেখা মাত্র প্রশংসায় ভরিয়েছেন ভক্তরা। ভাইরাল নায়িকার একের পর এক ছবি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
গোয়ার নীল সমুদ্রসৈকতে বিকিনি নয়, শাড়িতে ধরা দিলেন ঋতাভরী, কারণ জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement