Ritabhari Chakraborty : পোশাকের পাশাপাশি কটূক্তি যোগচর্চার ভঙ্গি নিয়েও, ট্রোলিং উড়িয়ে দৃপ্ত নায়িকা

Last Updated:

শরীরচর্চার ছবি দিয়ে ট্রোলড হলেন অভিনেত্রী (Ritabhari Chakraborty)

কলকাতা : নেটদুনিয়ায় তারকাদের ট্রোল করা এখন সহজলভ্য ৷ তালিকায় আরও এক বার সংযোজিত ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ৷ বিশ্ব যোগচর্চা দিবসে শরীরচর্চার ছবি দিয়ে ট্রোলড হলেন অভিনেত্রী ৷ কোনও কোনও নেটিজেন তাঁকে উপদেশ দিয়েছেন যে ব্যায়াম করলেও সেটা নিখুঁত ভাবে করতে পারেননি তিনি ৷ তাঁদের মতে, ত্রুটিমুক্ত হয়নি তাঁর যোগচর্চা ৷
তবে অধিকাংশ নেটিজেনদের কটূক্তি তাঁর পোশাক নিয়ে ৷ তিনি নাকি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খোলামেলা পোশাক পরে ব্যায়াম করছেন ৷ এই কথা বলার পাশাপাশি উড়ে এসেছে অশ্লীল আক্রমণও৷
advertisement
ঋতাভরী অবশ্য কোনওদিনই ট্রোলিংকে গুরুত্ব দেওয়ায় পক্ষপাতী নন ৷ তিনি বরাবরই মনে করেছেন উপেক্ষাই ট্রোলারদের সেরা উত্তর ৷ ট্রোলিং উড়িয়ে ঋতাভরী আগের মতোই সক্রিয় সামাজিক মাধ্যমে ৷ সম্প্রতি তিনি দার্জিলিং থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ৷ দিদি এবং মায়ের সঙ্গে শৈলশহরে গিয়েছিলেন অভিনেত্রী ৷ সেখানে মায়ের সঙ্গে বসে তাঁরা গাইছেন, ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’৷
advertisement
ঋতাভরীর মা পরিচালক শতরূপা সান্যাল সেই পোস্টে জানিয়েছেন, দেড় দশক আগে দুই মেয়েকে নিয়ে তিনি দার্জিলিং গিয়েছিলেন ৷ সে সময় তাঁর ‘কালো চিতা’ ছবির শ্যুটিং চলছিল ৷ আবার দার্জিলিঙে ফিরে গিয়েছেন চিকিৎসকের পরামর্শে ৷ আছেন দেড় দশক আগের সেই একই হোটেলে ৷ ছুটির আমেজে তিন জনে মনের খুশিতে গান ধরেছেন ৷
advertisement
পাশাপাশি, অতিমারির দ্বিতীয় তরঙ্গ মোকাবিলায় সাধারণ মানুষের পাশেও দাঁড়িয়েছিলেন ঋতাভরী৷ এই ধূসর সময়ে যাঁর হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, তাঁদের জন্য ঋতাভরী এনেছেন বিশেষ একটি নম্বর ৷ সেখানে নিখরচায় মনোবিদদের পরামর্শ নেওয়া যাবে ৷ ব্যক্তিগত পরিসরেও ঋতাভরী সুখবর দিয়েছেন নেটিজেনদের ৷ কিছু দিন আগে তিনি ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন ৷ দু’টি অস্ত্রোপচারের ধাক্কা পাড়ি দিয়ে তিনি কোর্সটি চালিয়ে গিয়েছিলেন ৷ কাকভোরে উঠে ভার্চুয়াল ক্লাসে অংশ নিয়েছেন ৷ সমাবর্তন অনুষ্ঠানও হয়েছে ভার্চুয়াল মঞ্চেই ৷ মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত শতরূপাও ৷
advertisement
পর্দার বাইরেও ছক ভাঙতে স্বচ্ছন্দ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’-র শবরী ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ritabhari Chakraborty : পোশাকের পাশাপাশি কটূক্তি যোগচর্চার ভঙ্গি নিয়েও, ট্রোলিং উড়িয়ে দৃপ্ত নায়িকা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement