Ritabhari Chakraborty : পোশাকের পাশাপাশি কটূক্তি যোগচর্চার ভঙ্গি নিয়েও, ট্রোলিং উড়িয়ে দৃপ্ত নায়িকা

Last Updated:

শরীরচর্চার ছবি দিয়ে ট্রোলড হলেন অভিনেত্রী (Ritabhari Chakraborty)

কলকাতা : নেটদুনিয়ায় তারকাদের ট্রোল করা এখন সহজলভ্য ৷ তালিকায় আরও এক বার সংযোজিত ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ৷ বিশ্ব যোগচর্চা দিবসে শরীরচর্চার ছবি দিয়ে ট্রোলড হলেন অভিনেত্রী ৷ কোনও কোনও নেটিজেন তাঁকে উপদেশ দিয়েছেন যে ব্যায়াম করলেও সেটা নিখুঁত ভাবে করতে পারেননি তিনি ৷ তাঁদের মতে, ত্রুটিমুক্ত হয়নি তাঁর যোগচর্চা ৷
তবে অধিকাংশ নেটিজেনদের কটূক্তি তাঁর পোশাক নিয়ে ৷ তিনি নাকি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খোলামেলা পোশাক পরে ব্যায়াম করছেন ৷ এই কথা বলার পাশাপাশি উড়ে এসেছে অশ্লীল আক্রমণও৷
advertisement
ঋতাভরী অবশ্য কোনওদিনই ট্রোলিংকে গুরুত্ব দেওয়ায় পক্ষপাতী নন ৷ তিনি বরাবরই মনে করেছেন উপেক্ষাই ট্রোলারদের সেরা উত্তর ৷ ট্রোলিং উড়িয়ে ঋতাভরী আগের মতোই সক্রিয় সামাজিক মাধ্যমে ৷ সম্প্রতি তিনি দার্জিলিং থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ৷ দিদি এবং মায়ের সঙ্গে শৈলশহরে গিয়েছিলেন অভিনেত্রী ৷ সেখানে মায়ের সঙ্গে বসে তাঁরা গাইছেন, ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’৷
advertisement
ঋতাভরীর মা পরিচালক শতরূপা সান্যাল সেই পোস্টে জানিয়েছেন, দেড় দশক আগে দুই মেয়েকে নিয়ে তিনি দার্জিলিং গিয়েছিলেন ৷ সে সময় তাঁর ‘কালো চিতা’ ছবির শ্যুটিং চলছিল ৷ আবার দার্জিলিঙে ফিরে গিয়েছেন চিকিৎসকের পরামর্শে ৷ আছেন দেড় দশক আগের সেই একই হোটেলে ৷ ছুটির আমেজে তিন জনে মনের খুশিতে গান ধরেছেন ৷
advertisement
পাশাপাশি, অতিমারির দ্বিতীয় তরঙ্গ মোকাবিলায় সাধারণ মানুষের পাশেও দাঁড়িয়েছিলেন ঋতাভরী৷ এই ধূসর সময়ে যাঁর হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, তাঁদের জন্য ঋতাভরী এনেছেন বিশেষ একটি নম্বর ৷ সেখানে নিখরচায় মনোবিদদের পরামর্শ নেওয়া যাবে ৷ ব্যক্তিগত পরিসরেও ঋতাভরী সুখবর দিয়েছেন নেটিজেনদের ৷ কিছু দিন আগে তিনি ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন ৷ দু’টি অস্ত্রোপচারের ধাক্কা পাড়ি দিয়ে তিনি কোর্সটি চালিয়ে গিয়েছিলেন ৷ কাকভোরে উঠে ভার্চুয়াল ক্লাসে অংশ নিয়েছেন ৷ সমাবর্তন অনুষ্ঠানও হয়েছে ভার্চুয়াল মঞ্চেই ৷ মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত শতরূপাও ৷
advertisement
পর্দার বাইরেও ছক ভাঙতে স্বচ্ছন্দ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’-র শবরী ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ritabhari Chakraborty : পোশাকের পাশাপাশি কটূক্তি যোগচর্চার ভঙ্গি নিয়েও, ট্রোলিং উড়িয়ে দৃপ্ত নায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement