Rising Bharat Summit 2025: কোনওদিনই ব্যবহার করেন না নিজের পদবী, কারণটা কী? এতদিনে ফাঁস করলেন কাজল
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Rising Bharat Summit 2025: ৮ এপ্রিল, দিল্লিতে অনুষ্ঠিত নিউজ১৮ রাইজিং ভারত সামিট ২০২৫ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বলি অভিনেত্রী কাজল৷ কাজল কেন তাঁর পদবি ব্যবহার করেন না, সেই কথাই আজ ফাঁস করলেন বলি নায়িকা৷
নয়াদিল্লি: ৮ এপ্রিল, দিল্লিতে অনুষ্ঠিত নিউজ১৮ রাইজিং ভারত সামিট ২০২৫ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বলি অভিনেত্রী কাজল৷ যেখানে তিনি নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল৷ কাজল কেন তাঁর পদবি ব্যবহার করেন না, সেই কথাই আজ ফাঁস করলেন বলি নায়িকা৷
অভিনেত্রী তাঁর পদবি ব্যবহার না করার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে বলেন যে, তিনি তাঁর পরিবারের উত্তরাধিকারের চাপ এড়াতে এটি করেছিলেন। তিনি আরও বলেন যে যখন তিনি বলিউডে পা রাখছিলেন, তখন তার মা তনুজা তাকে তাঁর পদবি ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, এবং তাঁর দিদা এবং দাদুর বংশের কথাও বলেছিলেন। তবে, কাজল বলেছিলেন যে তিনি নিজের প্রতি সৎ থাকতে চান এবং তার বংশের বোঝা বহন করতে চান না, তাই তিনি কেবল তার প্রথম নাম ‘কাজল’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আশা করেছিলেন যে এটি তাকে অপ্রয়োজনীয় প্রত্যাশা এড়াতে সাহায্য করবে।
advertisement
advertisement
রাইজিং ভারত সামিট ২০২৫-এ কাজল বলেন, ‘এটি একান্ত নিজের পছন্দ ছিল। কিন্তু তারপর থেকে এখনও আমি অনুভব করেছি যে আমি কারোর পক্ষ নিতে চাইনি। তিনি আরও বলেন, আমি নিজের প্রতি সৎ থাকতে চেয়েছিলাম, বংশের বোঝা চাইনি। তাই আমি ভেবেছিলাম যদি আমি কেবল কাজল নামে পরিচিত হই, তাহলে হয়তো আমার উপর এত চাপ থাকবে না’।
advertisement
কাজল চলচ্চিত্র জগতের একটি বিশিষ্ট পরিবার থেকে এসেছেন। তিনি প্রবীণ অভিনেত্রী তনুজা এবং চলচ্চিত্র পরিচালক শোমু মুখার্জির কন্যা। তাঁর দিদা শোভনা সমর্থও একজন অভিনেত্রী ছিলেন, এবং তাঁ কুমারসেন সমর্থ একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন। এদিকে তাঁর পিতামহ শশধর মুখার্জি, একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন।
advertisement
অভিনেত্রী কাজলকে পরবর্তীতে কায়োজ ইরানির ছবি ‘সারজামিন’-এ দেখা যাবে, যেখানে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও অভিনয় করবেন। তাঁর অভিনীত বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ ছবিটি ২০২৫ সালের ২৭শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2025 7:48 PM IST