Bigg Boss OTT: কুশল এখন শুধুই প্রাক্তন, বিগ বস হাউজে বিস্ফোরক ঋদ্ধিমা!

Last Updated:

শোয়ের অন্যতম প্রতিযোগী তথা টেলি-অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত ইতিমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

#Bigg Boss OTT: বিগ বসপ্রেমীদের মধ্যে শো ঘিরে উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছে। বিগ বস ১৫ (Bigg Boss 15) অগাস্ট মাসের ৮ তারিখ থেকে ওটিটি(OTT) প্ল্যাটফর্মে শুরু হয়েছে। ৬ সপ্তাহ পর্যন্ত যা শুধু ওটিটি প্লাটফর্মেই দেখানো হবে। অনলাইন ভার্সনের হোস্টিংয়ের দায়িত্বে রয়েছেন বলিউডের বিখ্যাত পরিচালক তথা প্রযোজক করণ জোহর (Karan Johar)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বিগ বস ১৫ টেলিভিশনে সম্প্রচারিত হতে চলেছে।
Voot অ্যাপের ভার্সনে অংশগ্রহণ করেছেন শমিতা শেট্টি ( Shamita Shetty), করণ নাথ (Karan Nath), উরফি জাভেদ (Urfi Javed), রাকেশ বাপট (Raqesh Bapat), দিব্যা আগরওয়াল (Divya Agarwal), নেহা ভাসিন (Neha Bhasin), নিশান্ত ভাট (Nishant Bhat), ঋদ্ধিমা পণ্ডিতের (Ridhima Pandit) মতো তারকারা।
ওটিটি ভার্সনের পরতে পরতে থাকছে ট্যুইস্ট। সম্প্রচারিত হওয়ার কয়েক দিনের মধ্যেই বিগ বস নয়া সিজন দর্শকদের পছন্দের হয়ে উঠেছে। যত সময় এগোচ্ছে প্রত্যেকটি এপিসোড আরও মশলাদার হয়ে চলেছে। এই শোয়ের অন্যতম প্রতিযোগী তথা টেলি-অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত ইতিমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
advertisement
advertisement
বিগ বস-এর দেওয়া প্রত্যেকটা চ্যালেঞ্জ তিনি গ্রহণ করছেন এবং তা সম্পূর্ণ ভাবে শেষও করছেন। প্রসঙ্গত, বিগ বসের হাউজে প্রবেশের আগে, ঋদ্ধিমা শোতে কী ভাবে টিকবেন, তাঁর পরিকল্পনা এবং প্রাক্তন প্রেমিক কুশল টন্ডনের (Kushal Tandon) সঙ্গে তাঁর বর্তমান সমীকরণ সম্পর্কে মুখ খুলেছিলেন।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কুশল একজন তাঁর খুবই ভাল বন্ধু। তাঁদের মধ্যে বর্তমানে কোনও বিশেষ সম্পর্ক নেই। তাঁর কাছে কুশল শুধুমাত্রই ইন্ডাস্ট্রির বাকি সহকর্মীর মতোই। তবে ঋদ্ধিমার বিগ বসে অংশগ্রহণ করার কথা প্রকাশ্যে আসার পর শুভকামনা জানাতে ভোলেননি কুশল।
advertisement
উল্লেখ্য, ALT Balaji-র ওয়েব সিরিজ হাম- আই অ্যাম বিকজ অফ আস (Hum- I'm Because of Us)-এ একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। অনস্ক্রিনে দু'জনকে একে অপরের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে অফস্ক্রিনে ব্যক্তিগত সম্পর্কও শুধুমাত্র সহকর্মী পরিচয়ে সীমাবদ্ধ থাকে না। ঘনিষ্ঠসূত্রে শোনা যায়, বেশ কয়েকবার কুশল-ঋদ্ধিমা একে অপরকে ডেটও করেছিলেন। তবে সম্পর্ক বেশিদিন টেকেনি। ঋদ্ধিমাকে জনপ্রিয় ধারাবাহিক বহু হামারি রজনী কান্ত-এ (Bahu Hamari Rajani Kant) রজনীর চরিত্রে দেখা গিয়েছিল। এখান থেকেই তিনি সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন। এছাড়া 'ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৯'-এ (Fear Factor: Khatron Ke Khiladi 9) অংশ নিয়েছিলেন ঋদ্ধিমা পণ্ডিত।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss OTT: কুশল এখন শুধুই প্রাক্তন, বিগ বস হাউজে বিস্ফোরক ঋদ্ধিমা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement