RG Kar Protest: অরিজিৎ-র পর এবার উষা উত্থুপ, সলিল চৌধুরীর ‘জাগো মোহন প্যায়রে’- গান গাইলেন, চাইছন মৃত চিকিৎসকের বিচার, দেখুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
RG Kar Protest: সলিল চৌধুরীর গানের সুরে এক সময়ে আসমুদ্র হিমাচল কাঁপত, আরজি করের চিকিৎসক মৃত্যর পর প্রতিবাদে, ফের তাঁর সুরেই আস্থা, জাগতে রহো গান রিক্রিয়েট করলেন উষা উত্থুপ...
RG Kar Protest: দিন রাত জেগে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন৷ আরজি করের চিকিৎসকের ডিউটিরত অবস্থায় হাসপাতালেই মৃত্যু ও ধর্ষণের ঘটনায় গোটা রাজ্যে প্রতিবাদের ঝড়৷ এই অবস্থায় সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি অনেকেই এই প্রতিবাদী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন৷ আগেই গান বেঁধেছিলেন অরিজিত সিং৷ তাঁর ‘আর কবে’ গান ইতিমধ্যেই আন্দোলনকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছে৷ তা ভাইরাল হয়ে গেছে৷ এবার আরজি কর প্রটেস্টে গলা মেলালেন উষা উথুপ৷
উষা উথুপ গেয়েছেন জাগো মোহন প্যায়ারে- এই গানটি জাগতে রহো সিনেমার৷ এই গানটি ১৯৫৬ সালের সিনেমা৷ রাজ কাপুর – নার্গিস অভিনীত এই সিনেমায় লতা মঙ্গেশকরের অরিজিনাল গানটি রিক্রিয়েট করেছেন৷ গানটির সুরকার সলিল চৌধুরীর৷
advertisement
advertisement
নিজের নামের ইউটিউব চ্যানেলে গানটি রিক্রিয়েট করে রিলিজ করেছেন উষা উথুপ৷ এই ভিডিওতে উষা উথুপ লিখেছেন, A tribute to Abhaya …As we continue the fight for justice, safety, and truth, we remain united in our mission. The journey may be long, but we stand strong in solidarity, demanding justice for all …. অর্থাৎ ‘অভয়াকে শ্রদ্ধা, কারণ আমরা জাস্টিস ও সত্যির জন্য লড়াই করছি, আমরা আমাদের মিশনে ঐক্যবদ্ধ৷ আমাদের যাত্রাপথ লম্বা হতে পারে, আমরা এক ও শক্তিশালী হয়ে থাকব৷
advertisement
দেখে নিন ভিডিওটি
advertisement
সুবিচারের দাবিতে তৈরি উষা উথুপের এই বিশেষ মিউজিক ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, এক তরুণী গলায় তুলে নিচ্ছেন স্টেথোস্কোপ। পরছেন অ্য়াপ্রন। তারপর রোগী চিকিৎসায় যাচ্ছেন৷ কিন্তু কিছু বুঝে ওঠার আগেই নিভে গেল তাঁর জীবনের আলো। এরপরেই জ্বলে উঠছে মোমবাতির আলো৷ সমাজকে জেগে ওঠার বার্তা দেওয়া হচ্ছে গানের মাধ্য়মে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2024 12:59 PM IST