RG Kar Case: 'CBI-এর উপর আর আস্থা নেই', আরজি কর খুন-ধর্ষণ মামলায় ক্ষোভ উগরে দিলেন টলি তারকারা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
RG Kar Case: এবার আরজি কর খুন এবং ধর্ষণ মামলায় ক্ষোভ উগরে দিলেন টলিউড তারকারা৷ টলিউড অভিনেত্রী চৈতি ঘোষাল ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, সিবিআই এর উপর আস্থা নেই। হতাশ করেছে সিবিআই।
কলকাতা: আরজি কর খুন এবং ধর্ষণ মামলা নিয়ে ইতিমধ্যেই তুলকালাম রাজ্য-রাজনীতি৷ টলিপাড়াতে এসে পড়েছিল সেই আঁচ৷ বড় থেকে ছোটপর্দা সমস্ত তারকারা একজোট হয়ে প্রতিবাদে সামিল হয়েছিল৷ কিন্তু এখন পর্যন্ত দোষীরা ধরা পড়ল না৷
ইতিমধ্যেই আরজি কর খুন এবং ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও৷ এ দিন শিয়ালদহ আদালত থেকে জামিন পেয়ে যান অভিজিৎ৷ একই সঙ্গে জামিন পেয়ে গিয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও৷ গ্রেফতারির ৯০ দিন পরেও সিবিআই দু জনের বিরুদ্ধে চার্জশিট জমা না দেওয়ার কারণেই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জামিন দেন বিচারক৷ এবার আরজি কর খুন এবং ধর্ষণ মামলায় ক্ষোভ উগরে দিলেন টলিউড তারকারা৷
advertisement
advertisement
টলিউড অভিনেত্রী চৈতি ঘোষাল ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, সিবিআই এর উপর আস্থা নেই। হতাশ করেছে সিবিআই। রাজ্য পুলিশ যতটুকু তদন্ত করেছিল সিবিআই তার চেয়ে বেশি তিন মাসে কিছু করতে পারেনি। সুতরাং এখন মুখ্যমন্ত্রীর ওপরই ভরসা রাখছেন চৈতি ঘোষাল। তিনি নির্যাতিতার পরিবারকে ন্যায় দিতে পারবেন।
advertisement
অভিনেত্রী মানসী সিনহা বলেছেন, সিবিআই নির্যাতিতার বাবা-মায়ের জায়গায় নিজেকে রেখে দেখুক আর কত দিনের অপেক্ষা। যার মেয়ে খুন হল কি কারণে খুন হল সেটা এতদিনে জানতে পারল না। তিন মাসের উপর কোনও চার্জশিট হলো না। কার ওপর আমরা সাধারণ মানুষ ভরসা রাখব।’পুষ্পা টু’ সিনেমার একটি দৃশ্যের উদাহরণ টেনে মানসী সিনহা বললেন আমরা হাত-পা বাঁধা অবস্থায় ঠিক সেই জায়গায় পৌঁছে গেছি।
advertisement
অভিনেত্রী দেবলীনা দত্ত বলেছেন, সিবিআই-এর অবস্থান সমস্ত আশা ভরসাকে চুরমার করে দিয়েছে। ৯০ দিনে কোন চার্জশিট জমা পড়েনি। সন্দীপ ঘোষ জামিন পাচ্ছে। সিবিআই-এর কাছে প্রশ্ন আমার নাগরিক হিসেবে যে আপনারা কি করলেন?রাজ্য পুলিশের ওপর আমার আগেও ভরসা ছিল। আমি তখনও প্রশ্ন করেছিলাম যে রাজ্য পুলিশ পূর্ণাঙ্গ তদন্তের আগেই কেন সিবিআই এর কাছে তদন্তের ভার গেল। আর যখন গেল তখন সিবিআই কিছুই করতে পারল না। সর্বোচ্চ কেন্দ্রীয় সংস্থা কি করল? আমি প্রশ্ন করছি সিবিআই কে…
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2024 4:10 PM IST