ফাওয়াদ-মাহিরাকে ছবি থেকে সরানো হোক, চাইছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা!
Last Updated:
প্রথমে ভারত ছাড়ার হুমকি ৷ আর এবার ছবি থেকে সরানো ! সম্প্রতি এই ভাষাতেই গর্জে উঠল মহারাষ্ট্র নির্মাণ সেনা ৷ ‘অ্যায় দিল হ্যায়
#মুম্বই: প্রথমে ভারত ছাড়ার হুমকি ৷ আর এবার ছবি থেকে সরানো ! সম্প্রতি এই ভাষাতেই গর্জে উঠল মহারাষ্ট্র নির্মাণ সেনা ৷ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘রইস’ ছবির নির্মাতা ও প্রযোজকদের সরাসরি জানিয়ে দিল ছবি থেকে ফাওয়াদ খান ও মহিরা খানকে না সরালে ছবির মুক্তি আটকে দেওয়া হবে ৷
সম্প্রতি এক সাংবাদিক বৈঠক করে মহারাষ্ট্র নির্মাণ সেনা সভাপতি অ্যামি খোপকার জানান, ‘যেদিন পাকিস্তান ভারতে আক্রমণ বন্ধ করবে, জঙ্গি হামলা বন্ধ করবে সেদিনই আমরা পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়াবো ৷ কারণ, উরি হামলা পর ভারতে থাকা পাকিস্তানি অভিনেতারা এই নিয়ে কোনও মন্তব্যই করেনি ৷’
এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, পাকিস্তানি অভিনেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার হুমকি দিয়েছিল ৷ এবং স্পষ্টই বলেছিলেন, ‘ভারত থেকে পাকিস্তানি অভিনেতারা না গেলে তাঁদের মেরে তাড়ানো হবে ৷’
advertisement
advertisement
তবে এবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল ও শাহরুখের রইস ছবি থেকে ফাওয়াদ খান এবং মাহিরা খানকে সরাতে হবে ৷ নইলে এই ছবি মুক্তি পেতে দেওয়া হবে না ৷’
নবনির্মাণ সেনার জেনারেল সেক্রেটারি জানিয়েছেন, ‘ফাওয়াদ খান একা টার্গটে নয় ৷ আমারা প্রত্যেক পাকিস্তানি অভিনেতাদেরই বলেছি এটা ৷ আমরা কোনও পাকিস্তানি অভিনেতাদেরই মুম্বইতে কাজ করতে দেব না ৷’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2016 4:14 PM IST