Sonu Nigam: ‘ভীষণ কষ্ট হচ্ছে...’ যন্ত্রণায় কাতরাচ্ছেন সোনু নিগম! কী হয়েছে গায়কের? চোখে জল ভক্তদের

Last Updated:

Sonu Nigam: প্রবল যন্ত্রণায় ভুগছেন সোনু নিগম। সোশ‍্যাল মিডিয়ায় অসু্স্থতার কথা নিজেই জানালেন তিনি।

‘ভীষণ কষ্ট হচ্ছে...’ যন্ত্রণায় কাতরাচ্ছেন সোনু নিগম! কী হয়েছে গায়কের? চোখে জল ভক্তদের
‘ভীষণ কষ্ট হচ্ছে...’ যন্ত্রণায় কাতরাচ্ছেন সোনু নিগম! কী হয়েছে গায়কের? চোখে জল ভক্তদের
মুম্বই: অসুস্থ সোনু নিগম। প্রবল যন্ত্রণায় ভুগছেন গায়ক। সোশ‍্যাল মিডিয়ায় অসু্স্থতার কথা নিজেই জানালেন তিনি। সম্প্রতি পুণে শহরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সোনু। সেখানে গিয়েই প্রবল কোমরের যন্ত্রণা শুরু হয় গায়কের। অসম্ভব শারীরিক কষ্টের কথা বলতে গিয়ে গায়ক লিখেছেন, ‘‘ভীষণ কষ্ট হচ্ছে, আজ পর্যন্ত কোনওদিন শোয়ের আগে এমন কষ্ট হয়নি।’’
ঠিক কী হয়েছিল সোনুর?
ইনস্টাগ্রামের পাতায় সেদিনের একটি ভিডিও শেয়ার করেছেন সোনু। ভিডিওতে দেখা যাচ্ছে বিছানায় শুয়ে রয়েছেন গায়ক। শুয়ে শুয়েই ওইদিনের প্রবল যন্ত্রণার বর্ণনা দিয়েছেন গায়ক। তিনি বলেন, আমার জীবনের অন‍্যতম কঠিন একটা দিন। যেন মনে হচ্ছিল আমার মেরুদণ্ডে একটা সূঁচ গাঁথা, একটু এদিক ওদিক হলেই বিঁধছে।’’
advertisement
advertisement
advertisement
ভিডিওতে গায়কে পিঠের ব‍্যথায় একরকম নুয়ে পড়তে দেখা যায়। তবে প্রাথমিক সামান‍্য চিকিত্‍সার পর সেদিনের অনুষ্ঠান সম্পূর্ণ করেন সোনু। তাঁর কথায়, তাঁকে শুনতে আসা দর্শকদের প্রত‍্যাশাই তাঁকে শক্তি জুগিয়েছে। তবে আশার খবর বর্তমানে সুস্থ রয়েছেন গায়ক।
advertisement
ভিডিও শেয়ার করে সোনু একটি মর্মস্পর্শী বার্তাও লিখেছেন। সোনু লিখেছেন, ‘‘কেউ কেউ ভবিষ্যদ্বাণী করেছিলেন, যে এই বছরটা দুর্ঘটনা এবং চিকিৎসা সংক্রান্ত সমস্যায় পূর্ণ হবে। আমার ধারণা তারা সঠিক। এভাবেই আজ পুনেতে মঞ্চে যাচ্ছি। সবার কাছে মজার মনে হলেও শো করা খুবই কঠিন একটি পেশা। দেবী সরস্বতী এভাবেই আমার হাত আরও শক্ত করে ধরুন।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonu Nigam: ‘ভীষণ কষ্ট হচ্ছে...’ যন্ত্রণায় কাতরাচ্ছেন সোনু নিগম! কী হয়েছে গায়কের? চোখে জল ভক্তদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement