Raveena Tandon In Kolkata: কলকাতায় 'টিপ টিপ বরসা পানি', অনুষ্ঠানে যোগ দিতে শহরে রবিনা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
প্রিয় বাংলা কথা? খিলখিলিয়ে হেসে উঠলেন সুন্দরী, 'আমি তোমাকে ভালোবাসি'
কলকাতা: শুক্রবার কলকাতা ঘুরে গেলেন রবিনা ট্যান্ডন। একটি অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার কলকাতায় এসেছিলেন ‘টিপ টিপ বরসা পানি’ তারকা। অনুষ্ঠানের মঞ্চে রবীনার সঙ্গে ছিলেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। অনুষ্ঠান শেষে রবিনা জানান, কলকাতা তাঁর ভীষণ প্রিয়, বারবার আসতে ভালবাসেন। এখানকার ‘সুগার ফ্রি’ সন্দেশের স্বাদ তিনি ভুলতে পারেন না। আর প্রিয় বাংলা কথা? খিলখিলিয়ে হেসে উঠলেন সুন্দরী, ‘আমি তোমাকে ভালোবাসি’।
এই মুহূর্তে মুম্বইয়ে নতুন একটি সিরিজের শুটিংয়ে ব্যস্ত কৌশিক সেন। সূত্রের খবর, এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রবিনা ট্যান্ডন। শোনা যাচ্ছে, রাজনৈতিক প্রক্ষাপটে তৈরি হচ্ছে এই সিরিজটি। সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন সঞ্জয় সুরি, রণিত রায়, দক্ষিণী অভিনেতা প্রকাশ বেলাওয়াড়ি।
নব্বইয়ের দশক থেকে হিন্দি ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন রবিনা। বলিপাড়ার সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় এক সময় তাঁর নাম জ্বলজ্বল করত। কিন্তু আচমকাই বলিউড থেকে বিদায় নেন। বলিপাড়ার অলি-গলি কান পাতলে শোনা যায়, বলি অভিনেতার সঙ্গে সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে তাঁর নামের সঙ্গে জড়িয়েছে নানা বিতর্কও।
advertisement
advertisement
নব্বইয়ের দশকে বড় পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে রবিনার জুটি জনপ্রিয় হয়ে ওঠে। পর্দার বাইরেও গড়াতে টাকে তাঁদের প্রেমের রেলগাড়ি। সূত্রের খবর, ১৯৯৪ সালে ‘মোহরা’ ছবিটি রিলিজের পরেই অক্ষয়-রবিনার সম্পর্ক জমে কুলপি হয়। কিন্তু সাত পাকে বাঁধা পড়েননি দুই তারকা। ২০০১ সালে বলি অভিনেত্রী টুইঙ্কল খন্নাকে বিয়ে করেন অক্ষয়। অন্য দিকে অক্ষয়ের বিয়ের তিন বছর পর গাঁটছড়া বাঁধেন রবিনা। ২০০৪ সালে অনিল থাডানিকে বিয়ে করেন রবিনা। পেশায় চিত্র পরিবেশক অনিল। বিয়ের পর দুই সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2024 9:53 PM IST