বড় সমস্যায় ফরাহ খান-রবিনা ট্যান্ডন-ভারতী সিং, তাঁদের বিরুদ্ধে FIR-এর পরে বিক্ষোভ জোরদার

Last Updated:

ক্ষমা প্রার্থনার পরেও পরিস্থিতি ঘোরালো

#মুম্বই: ছায়াছবি অথবা টেলিভিশন ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কোনও মন্তব্য বা মতামত সব সময়েই ভারী পড়ে যায় যিনি মন্তব্য করছেন তাঁর ক্ষেত্রে কিছুদিন আগে এমনটাই ঘটেছে রবিনা ট্যান্ডন, ফারহা খান ও ভারতী সিং-এর ক্ষেত্রে ৷ তাঁদের বিরুদ্ধে ধর্মীয় আবেগকে আহত করার জন্য এই ত্রয়ীর FIR করা হয়েছে ৷ এফআইআর ও ক্ষমাপ্রার্থনার পরেও সম্পূর্ণরূপে পরিস্থিতি সঠিক হয়নি তাঁদের জন্য ৷ এমনকী ফারহা খান ও ভারতী সিং-এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনও দেখানো হয়েছে ৷
সাধারণ মানুষের কাছে তাঁদের বিতর্কিত বয়ানের ভিডিও নিয়েই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ৷ ইন্ডিয়া টিবির একটি প্রতিবেদনের ভিত্তিতে জানা গিয়েছে এই দুইজনের নামে এইআইআর হওয়ার পরে জম্মুতে বিক্ষোভও দেখানো হয়েছে ৷ বলা হয়েছে এই তিন সেলিব্রিটির দায়িত্বজ্ঞানহীন মন্তব্য খ্রিস্ট সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগকে আঘাতপ্রাপ্ত করেছে ৷ তাঁদের বিরুদ্ধে স্লোগানও ভরে উঠেছে ৷ ঘরে বাইরে প্বল সমালোচনায় চাপের মুখে রবিনা-ফারহা-ভারতী ৷
advertisement
মহিলারাও শান্তি মিছিলে অংশ নিয়েছিলেন ৷ এফআইআর মহারাষ্ট্রেও করা হয়েছে বড়দিনের আগের দিন সন্ধেবেলায় এই তিনজন বাইবেলের একটি শব্দ নিয়ে কমেডি করতে গিয়েই বিপাকে পড়ছেন ৷ খ্রিস্ট ধর্মাবলম্বীরা এতে ক্ষুব্ধ হয়েছেন ৷ সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই এমন ঘটনা ঘটেছে ৷ সব থেকে বড় কথা এটাই রবিনা ট্যান্ডন নিজেই তাঁর ট্যুইটার হান্ডেলে ভিডিওটি শেয়ার করেছিলেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
বড় সমস্যায় ফরাহ খান-রবিনা ট্যান্ডন-ভারতী সিং, তাঁদের বিরুদ্ধে FIR-এর পরে বিক্ষোভ জোরদার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement