নগ্ন শরীরে রঙের বাহার! গায়িকা জানালেন তিনি গর্ভবতী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অর্থাৎ দ্বিতীয় বার তাঁর সন্তান আসার জন্য অপেক্ষা করছেন
#মুম্বই: দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন র্যাপার৷ এই সুখবর দিতে তিনি বেছে নিলেন এক অভিনব পন্থা৷ শরীর জুড়ে রঙের আঁকিবুকির মাধ্যমে তিনি দিলেন মা হওয়ার বার্তা৷ শরীরের সামনের ভাগে সাদা রং এবং নিতম্বে রঙের বাহারে ভরিয়ে দিয়েছেন তিনি৷ আর এই ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করে শুধু নিজের স্বামীর উদ্দেশ্যে লিখেছেন ২! অর্থাৎ দ্বিতীয় বার তাঁর সন্তান আসার জন্য অপেক্ষা করছেন৷
কার্ডি বি ও অফসেট (Cardi B-Offset)এখন তৈরি হচ্ছেন তাঁদের দ্বিতীয় সন্তানের জন্য৷ ২৮ বছরের র্যাপার কার্ডি বি এই খবরটি জানান যখন তিনি তাঁর স্বামীর সঙ্গে পারফর্ম করছেন তাদের মিগোসের সঙ্গে৷ রবিবার BET Awards-এ দেখা যায় তাদের৷ তারপরই আসে এই সুখবর৷
advertisement
advertisement
এক আন্তর্জাতিক ম্যাগাজিনের খবর অনুযায়ী Straightenin পারফর্ম করার পর কার্ডি মঞ্চে আসেন৷ কালোর পোশাকে ছিলেন তিনি এবং তাতে স্পষ্ট ছিল তাঁর বেবি বাম্প৷
কার্ডি ও অফসেটের এক কন্যা রয়েছে৷ তার নাম Kulture Kiari৷ এই জুলাইয়ে ৩ বছরে পা দেবে সে৷ কার্ডির স্বামী অফসেটের প্রথম পক্ষের এক কন্যা (কালিয়া), দুই পুত্র (কোডি ও জর্ডন) রয়েছে৷ ২০১৭-এ বিয়ে করেন কার্ডি-অফসেট৷ বিয়ের পর থেকে সম্পর্কে অনেক চারাই উৎরাই পেরিয়েছেন এই দম্পতি৷ গত বছর এদের ডিভোর্সের কথাও শোনা গিয়েছিল৷ তবে শেষ পর্যন্ত তা হয়নি৷ আপাতত দ্বিতীয় সন্তানের অপেক্ষায় তারা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 28, 2021 6:03 PM IST