Ranvir Shorey Recalls Being Homeless : ‘বাবার স্বপ্নপূরণ করতে গিয়ে উদ্বাস্তু...’ কষ্টের দিনগুলির কথা মনে পড়ায় আবেগপ্রবণ রণবীর শোরে

Last Updated:

Ranvir Shorey: দল বেঁধে তাঁরা গিয়েছিলেন মুম্বইয়ের কিছু কিংবদন্তি ও জনপ্রিয় জায়গায়। জুহু সৈকত এবং পৃথ্বী কাফের ঝলকও তুলে ধরেছেন অর্চনা পূরণ সিং। ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রথম দিককার স্ট্রাগলের দিনগুলির স্মৃতিচারণ করতে দেখা গিয়েছে তাঁদের।

রণবীর নিজের জীবনের বড় চ্যালেঞ্জের অভিজ্ঞতা ভাগ করে নেন
রণবীর নিজের জীবনের বড় চ্যালেঞ্জের অভিজ্ঞতা ভাগ করে নেন
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি vlog-এর মাধ্যমে ভক্তদের এক আবেগঘন উপহার দিলেন অর্চনা পূরণ সিং। আসলে কাছের বন্ধু রণবীর শোরে, বিনয় পাঠক এবং নিজের স্বামী পরমিত শেঠির সঙ্গে কাটানো মুহূর্তই তিনি তুলে ধরেছেন সেখানে। দল বেঁধে তাঁরা গিয়েছিলেন মুম্বইয়ের কিছু কিংবদন্তি ও জনপ্রিয় জায়গায়। জুহু সৈকত এবং পৃথ্বী কাফের ঝলকও তুলে ধরেছেন অর্চনা পূরণ সিং। ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রথম দিককার স্ট্রাগলের দিনগুলির স্মৃতিচারণ করতে দেখা গিয়েছে তাঁদের।
স্বতঃস্ফূর্ত আলাপচারিতায় রণবীর এবং বিনয়ের কাছে তাঁদের স্ট্রাগল পিরিয়ডের কথা জানতে চান অর্চনা। রণবীর সেই সময় নিজের জীবনের বড় চ্যালেঞ্জের অভিজ্ঞতা ভাগ করে নেন। আসলে তাঁর জীবনে এসেছিল বড় পরিবর্তন। অভিনেতার বাবার একটি ছবি প্রযোজনা করার কথা ছিল। যার জেরে তাঁদের ঘরহারা হতে হয়েছিল। যদিও এই প্রতিকূলতার সত্ত্বেও অভিনেতা জোরের সঙ্গে জানান যে, খাদ্য সংস্থানের কোনও সমস্যাই হয়নি তাঁদের। স্মৃতিচারণ করে রণবীর বলেন যে, “আমরা কখনওই এমন পর্যায়ে পৌঁছইনি, যেখানে আমাদের খাবার কেনার সামর্থ্য ছিল না। একটি বাড়িতে ভাড়া থাকাকালীনও আমাদের মাটন খাওয়া কিন্তু বন্ধ হয়নি।”
advertisement
বিনয়ও নিজের এই যাত্রাপথের স্মৃতিচারণ করেছেন। তিনি জানান, এমনও দিন গিয়েছে, যখন হাতে টাকার টানাটানি। তবে সেই সমস্ত পরিস্থিতি সামলে নিয়েছেন তাঁরা। বিনয় আরও বলেন যে, “আসলে এমন সময় গিয়েছে, যখন আমাদের হাতে একটা পয়সাও থাকত না। কিন্তু তিন দিন খাবার জোটেনি, এমন পরিস্থিতি কখনওই তৈরি হয়নি। আমাদের পেট ভরানোর জন্য কিছু না কিছু পেয়েই যেতাম।”
advertisement
advertisement
প্রসঙ্গত কাজের দিক থেকে দেখতে গেলে বিনয় পাঠককে শেষ বার দেখা গিয়েছিল ‘আলিয়া বসু গায়েব হ্যায়’ ছবিতে। এই ছবিতে তাঁর পাশাপাশি অভিনয় করেছিলেন রাইমা সেন এবং সালিম দিওয়ান। এর পাশাপাশি তিনি অভিনয় করেছেন সিরিজ ‘লাইফ হিল গ্যয়ি’-তে। যেখানে দেখা গিয়েছিল দিব্যেন্দু, কুশা কপিলা এবং মুক্তি মোহনকে। অন্যদিকে রণবীর শোরেকে দেখা গিয়েছিল ওয়েব সিরিজ ‘শেখর হোম’-এ। তাঁর পাশাপাশি তাতে অভিনয় করেছিলেন কে কে মেনন, কৃতি কুলহারি, রসিকা দুগ্গল এবং দিব্যেন্দু ভট্টাচার্য।
advertisement
আরও পড়ুন : কয়েক চামচ ‘লাল রসে’-ই নির্বংশ খারাপ কোলেস্টেরল! হার্টের রোগে অব্যর্থ! ডায়াবেটিসের মহৌষধ এই ফল গুপ্তধনের সিন্দুক
আবার অর্চনা পূরণ সিংকে শেষ বার দেখা গিয়েছিল ‘ভিকি অওর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’-তে। সেখানে অভিনয় করেছিলেন তৃপ্তি দিমরি এবং রাজকুমার রাও। এরপর তাঁকে দেখা যাবে কপিল শর্মার বহু প্রতীক্ষিত কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়া কপিল শো’-এ। চলতি বছর সেই শোয়ের  প্রিমিয়ার হওয়ার কথা!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranvir Shorey Recalls Being Homeless : ‘বাবার স্বপ্নপূরণ করতে গিয়ে উদ্বাস্তু...’ কষ্টের দিনগুলির কথা মনে পড়ায় আবেগপ্রবণ রণবীর শোরে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement