দীর্ঘদিনের সম্পর্ক ভাঙলেন রণবীর! বিচ্ছেদে জায়গা পায়নি তিক্ততা, শুরু নতুন পথ চলা

Last Updated:

বলিউডের প্রথম সারির এই প্রযোজনা সংস্থার সঙ্গে একাধিক ছবি করেছেন রণবীর। লেডিস ভার্সেস রিকি বহেল, গুণ্ডে, কিল বিল-এর মতো ছবি রয়েছে সেই তালিকায়।

রণবীর সিং।
রণবীর সিং।
সাল ২০১০। ব্যান্ড বাজা বারাত-এর হাত ধরে বলিউডে পথ চলা শুরু করেছিলেন রণবীর সিং। সৌজন্যে যশরাজ ফিল্মস। এ বার সেই প্রতিষ্ঠানের সঙ্গেই সম্পর্ক ছিন্ন হল পর্দার খিলজি।
বলিউডের প্রথম সারির এই প্রযোজনা সংস্থার সঙ্গে একাধিক ছবি করেছেন রণবীর। লেডিস ভার্সেস রিকি বহেল, গুণ্ডে, কিল বিল-এর মতো ছবি রয়েছে সেই তালিকায়। এতগুলি বছর ধরে যশরাজ ট্যালেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন রণবীর। চলতি বছরে সেই চুক্তির মেয়াদ ফুরিয়েছে। এ বার নতুন পথ চলার পালা। কালেক্টিভ আর্টিস্টস নেটওয়ার্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা।
advertisement
ইতিমধ্যেই নাকি আগামী দিনের কাজগুলি নিয়ে পরিকল্পনা শুরু করেছে রণবীর। তবে এ বিষযে এখনও কোনও মন্তব্য করেননি অভিনেতা।
advertisement
advertisement
চুক্তি শেষ হয়েছে ঠিকই। কিন্তু যশরাজের সঙ্গে রণবীরের সম্পর্ক অমলিন। এই প্রতিষ্ঠানের ছাতার নীচে বলিউডে হাতেখড়ি রণবীরের। তাই বিচ্ছেদের সময়ও জায়গা করে নিতে পারেনি তিক্ততা।
রণবীরকে শেষ বার বড় পর্দায দেখা গিয়েছে যশরাজ ফিল্মসের 'জয়েশভাই জোরদার'-এ। বক্স অফিসে যদিও বিশেষ ভাল ব্যবসা করতে পারেনি ছবিটি। আপাতত একাধিক কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
দীর্ঘদিনের সম্পর্ক ভাঙলেন রণবীর! বিচ্ছেদে জায়গা পায়নি তিক্ততা, শুরু নতুন পথ চলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement