টপলেস মহিলাদের সঙ্গে একী করছেন রণবীর সিং !

Last Updated:

মনে হয় রণবীর সিং তাঁর নতুন ছবির নামটা একটু বেশিই সিরিয়াসলি নিয়ে ফেলেছেন ৷

#মুম্বই: মনে হয় রণবীর সিং তাঁর নতুন ছবির নামটা একটু বেশিই সিরিয়াসলি নিয়ে ফেলেছেন ৷ তাই হয়তো সুইৎজাল্যান্ডের পাহাড়ে ৬ জন টপলেস মহিলাদের হয়ে উঠলেন ‘বেফিকর’ !
গোটা বলিউডে রণবীর সিংকে বিন্দাস নায়ক নামেই ডাকা হয় ৷ তাঁর রসিকতা নিয়ে কখনও বলিউডে মজাও করা হয় ৷ কখনও আবার রেগেও যান বলিউডি নায়করা ৷ যেমন ‘সুলতান’ ছবির সলমনকে নকল করে রীতিমতো সলমনের কড়া নজরে পড়েছিলেন রণবীর ৷ এমনকী, সলমন স্পষ্টই জানিয়ে ছিলেন রণবীরের একাজ মোটেই উচিত নয়, এতে সিনেমাকে অসম্মান করা হয় ৷ সলমন আবার এমনটাও বলেছিলেন, রণবীরকে সামনে পেলে তাঁর মাথায় চেয়ার ভাঙবেন ৷
advertisement
সলমনের এরকম কথাতেও থেমে যাননি রণবীর ৷ সলমনকে ছেড়ে এবার ধরলেন শাহরুখ খানকে ৷ নিজের ইউরোপ ট্রিপে সুইৎজাল্যান্ডে নকল করে বসলেন শাহরুখ খানকে ৷ ছবির শ্যুটিং থেকে কিছুদিনের ছুটি নিয়ে রণবীর এখন একাই ঘুরে বেড়াচ্ছেন ইউরোপ ৷ আপাতত তিনি রয়েছেন সুইজারল্যান্ড ৷ তাঁর এই ট্রিপের ছবি তো এখন ইন্টারনেটে ভাইরাল ৷ যেখানেই যাচ্ছেন, সেখানে নানা কায়দায় ছবি, ভিডিও তুলে আপলোড করছেন ইনস্টাগ্রামে ৷ রণবীর আল্পসের বরফে নকল করে বসলেন ‘ডর’ ছবির শাহরুখকে ৷ নকল করলেন ‘তু মেরে সামনে’ গানটিরও ৷ শাহরুখের মতোই রংচঙে শার্ট পড়ে বরফের ওপর শাহরুখ সাজলেন রণবীর !
advertisement
advertisement
তবে এখানেই শেষ নয়, রণবীর সুইৎজাল্যান্ডের যশ চোপড়ার বাড়িতে গিয়েও ঘুরে এলেন ৷ যশরাজ ব্যানার থেকেই রণবীরের কেরিয়ার গ্রাফ শুরু ৷ প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’ ৷ প্রথম ছবি থেকেই আলাদা নজর কেড়েছিলেন রণবীর সিং ৷ তারপর একে একে যশরাজ ঘরানার ছবিতেই অভিনয় করেন তিনি ৷ সঞ্জয় লীলা বনশালির হাত ধরে ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’ থেকে আলাদা পরিচয় ও জনপ্রিয়তা কুড়িয়ে নেন বিন্দাস রণবীর ৷
advertisement
আদিত্য চোপড়ার ‘বেফিকর’ ছবিতে রণবীরের সঙ্গে দেখা যাবে বাণী কাপুরকে ৷ ইতিমধ্যে ‘বেফিকর’ ছবিতে বাণী ও রণবীরের চুমু জনপ্রিয় হয়ে উঠেছে ৷
ছবি: রণবীর সিংয়ের ট্যুইটার
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
টপলেস মহিলাদের সঙ্গে একী করছেন রণবীর সিং !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement