Shah Rukh Khan: শাহরুখের জন্মদিনের পার্টিতে বিশেষ ভূমিকায় রণবীর! দীপিকাকে দিলেন বিশেষ উপহার
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের কফি উইথ করণের ভিডিও প্রকাশ্যে আসতেই তাঁদের নিয়ে শুরু হয় নানা বিতর্ক। আর তার মধ্যেই শাহরুখের জন্মদিনের পার্টিতে ডিজে-র ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা রণবীর সিংকে।
মুম্বই: ২ নভেম্বর ছিল বলিউডের বাদশার জন্মদিন। ৫৮-এ পা রেখেছেন শাহরুখ খান। এদিন রাতে জন্মদিন উপলক্ষে বিশেষ পার্টি আয়োজন করেছিলেন তিনি। কড়া নিরাপত্তার মধ্যে হয়েছিলে পার্টি। পাপারাৎজ্জিদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। বিখ্যাত সব বলি-তারকারা নিমন্ত্রিত ছিল এই বিশেষ অনুষ্ঠানে। তাঁদের সঙ্গে নিজের বিশেষ দিনটি উৎযাপন করেছিলেন কিং খান। এদিনের নানা রঙিন মুহূর্তের ছবি ও ভিডিও ইতিমধ্যেই দেখা যাচ্ছে স্যোশাল মিডিয়ায়। তারইমধ্যে একটি রণবীর সিংয়ের একটি ভিডিও ভাইরাল স্যোশাল মিডিয়ায়।
দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের কফি উইথ করণের ভিডিও প্রকাশ্যে আসতেই তাঁদের নিয়ে শুরু হয় নানা বিতর্ক। আর তার মধ্যেই শাহরুখের জন্মদিনের পার্টিতে ডিজে-র ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা রণবীর সিংকে। অভিনেতা মিকা সিংয়ের সঙ্গে ডিজে বাজাচ্ছিলেন। শাহরুখের হিট ছবির গান একের পর এক চালিয়ে যাচ্ছিলেন। জওয়ানের ‘জিন্দা বান্দা’, ‘চালেয়া’ থেকে চেন্নাই এক্সপ্রেসের ‘লুঙ্গি ড্যান্স’।
advertisement
advertisement
তবে বড় চমক ছিল স্ত্রী দীপিকার জন্য তিনি যে গানটি, চালিয়েছিলেন। তিনি ‘আনা মেরে পেয়ার কো না তুম’ এই গান নায়িকাকে উদ্দেশ্য করে চালান। আর সেই সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল।
advertisement
Ranveer Singh became the DJ at Shah Rukh Khan’s birthday bash, he was vibing on SRK’s songs Zinda Banda & Chaleya from Jawan & Lungi Dance. In the end he dedicated Aana Mere Pyar Ko to Deepika Padukone, it’s so sweet. #HappyBirthdaySRK pic.twitter.com/Ds5OGm579p
— sohom (@AwaaraHoon) November 3, 2023
advertisement
তবে শুধু দীপিকা-রণবীর নয় করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, আলিয়া ভাট, রণবীর কাপুর-সহ বহু বিখ্যাত বলি-তারকা আর সঙ্গে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি কিং খানের বার্থ ডে পার্টিতে হাজির ছিলেন। ছিলেন সলমন থেকে পরিচালক অ্যাটলি এবং বিখ্যাত ক্রিকেটার এমএস ধোনিও উপস্থিত ছিলেন এই পার্টিতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 5:53 PM IST