Ranveer-Alia in Kolkata: সোমবার 'খুশ' কলকাতা, শহরে রণবীর-আলিয়া, হলুদ ট্যাক্সির 'হার্ট'-এ 'রকি অউর রানি'
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ -র প্রচার, পাশাপাশি এদিন মুক্তি পেল দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি ছবির গান ‘ঢিন্ডোরা বাজে রে’
কলকাতা: সোমবার সকাল-সকাল বেজায় ‘খুশ’ তিলোত্তমা! কারণ? শহরে পা রেখেছেন বলিউডের হেভিওয়েট রণবীর সিং আর আলিয়া ভাট। উদ্দেশ্য? জুটির বহু আলোচিত আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ -র প্রচার, পাশাপাশি এদিন মুক্তি পেল দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি ছবির গান ‘ঢিন্ডোরা বাজে রে’। এদিন আলিয়া-রণবীরের সঙ্গে ছিলেন পর্দায় আলিয়ার বাবা-মা টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়
কলকাতা অভিনভাবে স্বাগত জানাল রণবীর-আলিয়াকে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কলকাতার অন্যতম ‘আইকন’ হলুদ ট্যাক্সি দিয়ে বানানো একটি হার্ট, তার মধ্যবিন্দুতে দাঁড়িয়ে রণবীর-আলিয়া। হার্টের মধ্যিখানে লেখা ‘রকি ও রানি’কে কলকাতায় স্বাগত। বাজছে নতুন লঞ্চ হওয়া গানটি। ভিডিওতে রণবীরের পরণে সাদা শার্ট, কালো ট্রাউজার, আলিয়া সেজেছেন গোলাপি আর লাল-এর মিশেলের শাড়িতে।
advertisement
advertisement
advertisement
মা হওয়ার পর এই প্রথম বড় পর্দায় ফিরছেন আলিয়া। ছবিতে তিনি অভিনয় করছেন বাঙালি চরিত্রে। চরিত্রের নাম রানি চট্টোপাধ্যায়। এই প্রথম করণ জোহর পরিচালিত ছবিতে জুটি হিসাবে বাঁধলেন রণবীর-আলিয়া। আগামী মাসেই মুক্তি পাবে আলিয়ার প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 9:32 PM IST